ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পেসার এবাদত হোসেনের বোলিং নৈপুন্যে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে সিলেট বিভাগ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সিলেট ২ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বিভাগ। দুই অংকে পা দেওয়ার আগেই সাজঘরে ফিরেন বরিশালের দুই ওপেনার জাহিদুজ্জামান ও ইফতিখার আহমেদ ইফতি। উইকেটরক্ষক জাহিদুজ্জামান ৩ ও ইফতি ৯ রান করেন।
এরপর তৃতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন ফজলে মাহমুদ ও অধিনায়ক সালমান হোসেন ইমন। ২১ বলে ৩৫ রানে ইমন আউট হলেও হাফ-সেঞ্চুরি করেন ফজলে। ১৯তম ওভারে আউট হন ফজলে। ৪টি করে চার-ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেন ফজলে।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় বরিশাল বিভাগ। বল হাতে ২৪ রানে ৩ উইকেট নেন এবাদত। এরমধ্যে ইনিংসের শেষ ওভারে ২ উইকেট শিকার করেন তিনি।
জবাবে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট বিভাগ। মিডল অর্ডারে অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিবের ছোট-ছোট ইনিংসে লড়াইয়ে ফিরে সিলেট। কিন্তু দলীয় ১১০ রানের মধ্যে দু’জনের বিদায়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে তারা।
তবে অষ্টম উইকেটে খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার ২৯ রানের জুটিতে জয়ের কাছাকাছি চলে যায় সিলেট। ১৩৯ রানে অষ্টম উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট।
অমিত ৩২ বলে ৩৯, আল গালিব ২২ বলে ২৪, খালেদ ১২ রানে আউট হলেও ৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রাজা। বরিশালের মেহেদি হাসান ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন এবাদত।