এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৪

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পেসার এবাদত হোসেনের বোলিং নৈপুন্যে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে সিলেট বিভাগ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সিলেট ২ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বিভাগ। দুই অংকে পা দেওয়ার আগেই সাজঘরে ফিরেন বরিশালের দুই ওপেনার জাহিদুজ্জামান ও ইফতিখার আহমেদ ইফতি। উইকেটরক্ষক জাহিদুজ্জামান ৩ ও ইফতি ৯ রান করেন। 

এরপর তৃতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন ফজলে মাহমুদ ও অধিনায়ক সালমান হোসেন ইমন। ২১ বলে ৩৫ রানে ইমন আউট হলেও হাফ-সেঞ্চুরি করেন ফজলে। ১৯তম ওভারে আউট হন ফজলে। ৪টি করে চার-ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেন ফজলে। 

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় বরিশাল বিভাগ। বল হাতে ২৪ রানে ৩ উইকেট নেন এবাদত। এরমধ্যে ইনিংসের শেষ ওভারে ২ উইকেট শিকার করেন তিনি। 

জবাবে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট বিভাগ। মিডল অর্ডারে অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিবের ছোট-ছোট ইনিংসে লড়াইয়ে ফিরে সিলেট। কিন্তু দলীয় ১১০ রানের মধ্যে দু’জনের বিদায়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে তারা। 

তবে অষ্টম উইকেটে খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার ২৯ রানের জুটিতে জয়ের কাছাকাছি চলে যায় সিলেট। ১৩৯ রানে অষ্টম উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট।

অমিত ৩২ বলে ৩৯, আল গালিব ২২ বলে ২৪, খালেদ ১২ রানে আউট হলেও ৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রাজা। বরিশালের মেহেদি হাসান ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন এবাদত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীনতা ও গণতন্ত্র অস্বীকারকারীদের রাজনীতিতে কোনো স্থান নেই : বরকত উল্লাহ বুলু 
আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : এ্যানি
আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের ইতিহাস : সালাউদ্দিন আহমেদ
রাশিয়ায় অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫
জাতি পুনর্গঠনে ঐক্যের আহ্বান তারেক রহমানের
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী ঢাকের হাট 
আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় : জ্যোতি
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
১০