বিসিবি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন রাজ্জাক

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২ আপডেট: : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক খেলোয়াড় আব্দুর রাজ্জাক।

বিসিবি পরিচালকের পদের জন্য মনোনয়নপত্র বিতরণ আজ সকাল ১০টা থেকে শুরু হয়। 

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজ্জাক। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 

ইতোমধ্যে আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ এবং তামিম ইকবালসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এছাড়াও ক্লাব (ক্যাটাগরি-২) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ক্যাটাগরি-৩) থেকে দেবব্রত পাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ক্যাটাগরি-৩) থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

পহেলা অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বহুল প্রত্যাশিত বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টয় ফলাফল ঘোষণা করা হবে। পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী ঢাকের হাট 
আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় : জ্যোতি
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
চিতলমারীতে পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা
পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের কড়া নিরাপত্তা 
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ কখনো বন্ধ হয়নি : পরিবেশ উপদেষ্টা
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
পিএসজির বিপক্ষে খেলতে পারছেন না রাফিনহা, গার্সিয়া
১০