ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৬২ জন

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৯:২৯

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে এক হাজার ১৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং একজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন: বরিশাল বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১০৮ জন, ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৭৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১৭৫ জন, খুলনা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৮৭ জন, রাজশাহী বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৯৮ জন, রংপুর বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৩২ জন, সিলেট বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৪১০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৬৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৫ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৫ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলনবিলের কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান শুরু
বান্দরবানে শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
নওগাঁর ৬ আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
মুন্সীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
রোমে মধ্যযুগীয় টাওয়ার ধসে শ্রমিকের মৃত্যু
ওমরাহ পালন ও সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন ৪৮,১৩৪ পুলিশ সদস্য: পুলিশ সদর দপ্তর
নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন ৪৮,১৩৪ পুলিশ সদস্য: পুলিশ সদর দপ্তর
কর পরিদর্শক পদে পদোন্নতি যোগ্য প্রার্থীদের আবেদনের শেষ সময় ১০ নভেম্বর
১০