বাসস
  ০২ অক্টোবর ২০২৩, ১৩:২২
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৩:২৪

হাসপাতাল ছেড়েছেন লুলা

ব্রাসিলিয়া, ২ অক্টোবর, ২০২৩(বাসস ডেস্ক): ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার শরীরে অস্ত্রোপচারের দু’দিন পর তিনি হাসপাতাল ছেড়েছেন। রোববার তিনি তার সরকারি বাসভবনে ফিরে গেছেন।
প্রেসিডেন্ট কার্যালয়ের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, লুলা (৭৭) আলভোরাদা প্রাসাদে আছেন। এখানেই তার সুস্থ্যতা অব্যাহত থাকবে।
প্রবীণ এই বামপন্থী নেতা পরে এক্সে (সাবেক টুইটার) বলেছেন, আগামী কয়েক সপ্তাহ পর তিনি বাসভবন থেকে কাজ শুরু করবেন।
ব্রাসিলিয়ায় সিরীয়-লেবানিজ হাসপাতালে শুক্রবার লুলার শরীরে সফল অস্ত্রোপচার করা হয়।
সাবেক ট্রেড ইউনিয়ন নেতা লুলা চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হন। এর আগে তিনি ২০০৩ সাল থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।