বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৭
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:১২

রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে ইউক্রেন

কিয়েভ, ইউক্রেন, ২৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার বলেছে, তারা কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে। রাশিয়া এটিতে কিয়েভের বিরুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন বহন করছিল বলে সন্দেহ করা হয়।  
বিমান বাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বার্তায় জানায়, বিমান বাহিনীর পাইলটরা বৃহৎ অবতরণকারী জাহাজ নভোচেরকাস্ককে ‘ধ্বংস’ করেছে। খবর এএফপি’র।
বার্তায় জানায়, জাহাজটিতে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরানি শাহেদ ড্রোন ছিল।’
হামলাটি কোথায় হয় সে সম্পর্কে সামরিক বাহিনী নির্দিষ্ট করে জানায়নি। তবে বিমান বাহিনীর কমান্ড্যান্ট মাইকোলা ওলেচচৌক অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের কৃষ্ণ সাগরে ফিওডোসিয়ার রুশ নৌ ঘাঁটিতে এক জ্বলন্ত বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করেছে।
ক্রিমিয়ার ক্রেমলিন-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ‘ফিওডোসিয়া এলাকায় একটি রুশ হামলা চালানো হয়।’
‘বিস্ফোরণ বন্ধ হয়েছে এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থলে সব ধরণের প্রয়োজনীয় পরিষেবা রয়েছে। বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।’
ইউক্রেন ক্রিমিয়ায় প্রায়ই বিশেষ করে রাশিয়ান সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। ২০২২ সালের এপ্রিলে, ইউক্রেন কৃষ্ণ সাগর ফ্লিটের ফ্ল্যাগশিপ ক্রুজার মস্কভাকে ডুবিয়ে  দেয়।