পাকিস্তানে ফিরতে পেরে ‘অভিভূত ও আনন্দিত’ মালালা 

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৩:৫৭ আপডেট: : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:১৪
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ জানুয়ারী, ২০২৫ (বাসস) : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই শনিবার বলেছেন, তিনি তার জন্মভূমি পাকিস্তানে ফিরে আসতে পেরে ‘অভিভূত’। ইসলামিক বিশ্বে নারীশিক্ষা বিষয়ক বিশ্বব্যাপী এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি এখন পাকিস্তানে অবস্থান করছেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০১২ সালে স্কুলছাত্রী মালালাকে পাকিস্তানি তালেবানরা গুলি করে এবং এরপর তিনি বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার পর মাত্র কয়েকবার তিনি দেশে আসেন।

রাজধানী ইসলামাবাদে সম্মেলনে পৌঁছে তিনি বলেন, ‘পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও আনন্দিত।’

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতিনিধিরা একত্রিত হবেন। মুসলিম দেশগুলোর লাখ লাখ মেয়ে স্কুলে যায় না। রোববার ইউসুফজাইয়ের সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, ‘আমি সকল মেয়ের স্কুলে যাওয়ার অধিকার রক্ষার বিষয়ে কথা বলবো। আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য কেন তালেবানদের নেতাদের জবাবদিহি করতে হবে-সে ব্যাপারেও বলবো।

দেশটির শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকী এএফপিকে বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারকে এ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তালেবানের পক্ষ থেকে ইসলামাবাদের এ আমন্ত্রণে কোনও সাড়া পাওয়া যায়নি।

আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়ে ও নারীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে বাধা দেওয়া হয়। ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সরকার আফগানিস্তানে কঠোরভাবে ইসলামী আইন আরোপ করেছে। জাতিসংঘ একে ‘লিঙ্গ বর্ণবাদ’ বলে অভিহিত করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, পাকিস্তান তীব্র শিক্ষা সংকটের মুখোমুখি হচ্ছে। দেশটিতে ২ কোটি ৬০ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। এদের অধিকাংশই দারিদ্র্যের কারণে স্কুলে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

২০১২ সালে প্রত্যন্ত সোয়াত উপত্যকায় একটি স্কুল বাসে পাকিস্তান তালেবান জঙ্গিদের হামলার পর ইউসুফজাই বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন।

এরপর তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। পরবর্তীতে তিনি নারী শিক্ষার জন্য বিশ্বব্যাপী একজন প্রবক্তা হয়ে ওঠেন এবং ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০