বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:০৯

রাশিয়া তার সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে : ক্রেমলিন

মস্কো, ৩০ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি  পেসকভ শুক্রবার বলেছেন, দেশের সম্পদ জব্দ করার  আশংকার  প্রেক্ষিতে রাশিয়া ইতোমধ্যেই যে কোন সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ মূল্যায়ন করেছে।
জি ৭- এ ওয়াশিংটনের প্রস্তাবে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ বাজেয়াপ্ত করার উপায়গুলি অন্বেষণ করার জন্য ওয়ার্কিং গ্রুপগুলিকে আহ্বান জানানো হলে সে বিষয়ে পেসকভ এই মন্তব্য করেন। খবর সিনহুয়ার।
মস্কো তার জাতীয় স্বার্থের জন্য সবকিছু করবে উল্লেখ করে পেসকভ বলেন, ‘আমরা সমস্ত সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপগুলি আগে থেকেই বিশ্লেষণ করেছি।’
তিনি উল্লেখ করেন  রাশিয়া সম্পূর্ণরূপে তার প্রতিপক্ষের অপ্রত্যাশিত পরিবর্তনের আশঙ্কা এবং তাদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রবণতা বিবেচনা করবে।
পেসকভ বলেন, রাশিয়া পশ্চিমা সম্পদের একটি তালিকা তৈরি করেছে যা তারা তার সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাব্য সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাজেয়াপ্ত করতে পারে।