বাসস
  ০২ জানুয়ারি ২০২৪, ১৩:২৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ॥ কিয়েভে বিকট বিস্ফোরণ

কিয়েভ, ইউক্রেন, ২ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ান বোমারু বিমানের হুমকির কারণে দেশব্যাপী বিমান সতর্কতা জারি হওয়ার পরপরই মঙ্গলবার রাজধানী কিয়েভের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
মঙ্গলবার সকালে কিয়েভে এএফপি’র সাংবাদিকরা ১০ টিরও বেশি ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে কেন্দ্রের ভবনগুলো কেঁপে ওঠে।
শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, আবাসিক ভবনসহ বেশ কয়েকটি জেলায় রকেটের টুকরোগুলো পড়েছিল।
মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ চলে গেছে।
বিমান বাহিনী এক টেলিগ্রামে বলেছে, ‘কিয়েভের অধিবাসীরা আশ্রয় কেন্দ্রে থাকুন। অনেক ক্ষেপণাস্ত্র কিয়েভের দিকে যাচ্ছে।’
বিমান বাহিনী বলেছে, রাশিয়ানরা কিনজহল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং আরও অনেকগুলো রাজধানীর দিকে যাচ্ছে।
সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে হামলা হয়েছে।