বাসস
  ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:০২

হামাস উপনেতাকে হত্যা করায় ইসরাইলকে ছেড়ে দেয়া হবে না : হিজবুল্লাহ

বৈরুত, ৩ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ সতর্ক করে দিয়ে বলেছে, বৈরুত উপকণ্ঠে ইসরাইলের হামলায় হামাস উপনেতা নিহত হওয়ায় দেশটিকে ছেড়ে দেয়া হবে না। তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। খবর এএফপি’র।
হিজবুল্লাহ এটাকে লেবাননের উপর বড় হামলা বলে অভিহিত করেছে।
সংগঠনের বিবৃতিতে বলা হয়, ‘আমরা (হিজবুল্লাহ) নিশ্চিত করছি যে এ অপরাধের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বা কঠোর শাস্তি ভোগ করতে হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, এটিকে ‘লেবাননের উপর একটি বড় হামলা এবং  যুদ্ধের সময় এটি একটি বিপজ্জনক ঘটনা’ বলে অভিহিত করা হয়।’
দুই নিরাপত্তা কর্মকর্তা এএফপি’কে বলেছেন, হামাসের মিত্র হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরাইলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরুরি নিহত হন। ঘাঁটিটি বৈরুতের দক্ষিণে অবস্থিত।
গাজা উপত্যকায় প্রায় তিনমাস ধরে ইসরাইলের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া হামাস পরে আরুরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ওই মিডিয়া পরিবেশিত খবরে আরো বলা হয়, সেখানে হামলায় মোট ছয়জন নিহত হয়।
গত অক্টোবরে হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ইসরাইলের সাথে আন্ত:সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে।