বাসস
  ০৫ জানুয়ারি ২০২৪, ১৩:১৭

পুতিন সেনাবাহিনীর চুক্তির অধীনে বিদেশীদের নাগরিকত্ব প্রদানের ডিক্রিতে অনুমোদন দিলেন

মস্কো, ৫ জানুয়ারি, ২০২৪ (বাসস/তাস): সরকারি পোর্টালে প্রকাশিত আইনি তথ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অনুমোদিত এক ডিক্রি অনুযায়ী, বিশেষ সামরিক অভিযানের সময় রুশ সশস্ত্র বাহিনীর সাথে এক চুক্তি অনুযায়ী বিদেশী নাগরিকরা রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
ডিক্রি অনুসারে যে সব বিদেশি বিশেষ সামরিক অভিযানের সময় স্বাস্থ্যগত কারণে বয়স সীমায় পৌঁছে বা সামরিক আইন তুলে নেওয়ার পরে চাকরি ছেড়েছেন তারাও নাগরিকত্বের যোগ্য গণ্য হবেন। খবর বার্তা সংস্থা তাস’র।
ডিক্রি অনুযায়ী, তাদের আত্মীয়রাও রাশিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার পাবেন।