বাসস
  ১২ জুলাই ২০২৪, ১২:৪৮

নেপালে ভূমিধসে দু’টি বাস নদীতে, ৬০ জনেরও বেশি নিখোঁজ

কাঠমান্ডু, ১২ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক) : নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে দু’টি বাস মহাসড়ক থেকে নদীতে ভেসে যাওয়ায় ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
জেলা কর্মকর্তা খিমানন্দ ভূসাল এএফপি’কে জানান, চিতওয়ান জেলার  মধ্যাঞ্চলে এই দুর্ঘটনায় জীবিতদের উদ্ধারে জোরদার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
ভুসাল জানান, বাস দু’টিতে কমপক্ষে ৬৬ জন যাত্রী ছিল। গাড়ি দু’টি পানিতে ভেসে যাওয়ার আগে তাদের মধ্যে তিনজন যাত্রী বের হতে সক্ষম হয় এবং তাদের এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজধানী কাঠমান্ডুর প্রায় ১শ’ কিলোমিটার পশ্চিমে নারায়ণঘাট-মুগলিং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায়, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি যাত্রীদের দ্রুত উদ্ধারে প্রশাসনসহ সরকারের সকল সংস্থাকে নির্দেশ দিয়েছি।’