বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩

অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সসীমা বেঁধে দেয়ার পরিকল্পনা

সিডনি, ১০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক): অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সসীমা নূন্যতম ১৬ করার পরিকল্পনা করা হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
তরুণদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ মঙ্গলবার বলেছেন, শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে এ বছর ফেডারেল আইন চালু করা হবে।
তিনি বলেন, আশা করা হচ্ছে ফেইসবুক, ইন্সটাগ্রাম ও টিকটকের মতো সাইটগুলোতে লগইনের জন্যে বয়সসীমা ১৪ থেকে ১৬ করা হবে। তবে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
তিনি ব্যক্তিগতভাবে বয়সসীমা ১৬ করতে চান বলে উল্লেখ করেছেন।
আলবানিজ বলেন, আমরা চাই শিশুরা ডিভাইস থেকে দূরে সরে যাক। তারা খেলার মাঠ, সুইমিং পুল এবং টেনিস কোর্টে সময় কাটুক।
এদিকে অস্ট্রেলিয়ার রক্ষণশীল বিরোধী নেতা পিটার ডাটন বলেছেন, তিনি বয়সসীমা নির্ধারণের এ পরিকল্পনা সমর্থন করবেন।