৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব : সারজিস আলম

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫
আজ নরসিংদীতে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম। ছবি : বাসস

নরসিংদী, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড়, তেমনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব। 

আজ বুধবার বিকেলে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ চত্ত্বরে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে  রাখতে পারি, সে জন্য আমাদের শহীদদের কথা, আমাদের বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্লাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সকল সিস্টেমের কথা, সকল পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।’

সারজিস বলেন, ‘নরসিংদী জেলখানা মোড় ছিল ২০২৪ সালের আন্দোলনের অন্যতম রণক্ষেত্র। ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোষাকে, কেউ পোষাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে চেতনা ধারণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আশা আকাঙ্খাকে সামনে রেখে ২৪ এর গণ-অভ্যুত্থান সংগঠিত হলো, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ঝরলো, অনেক প্রাণহানি ঘটলো, সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে (ডকুমেন্টেশন) থাকা উচিৎ।’

তিনি এ সময় জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রদানসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।  দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে, নরসিংদীর বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশ গ্রহণ ও আন্দোলনে শহীদ পরিবারের অভিভাবক ও আহতদের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিদলকে চীনা দূতাবাসের সংবর্ধনা 
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই: অধ্যাপক আলী রীয়াজ
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,৬০২
ফিলিস্তিনে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৩
ইসরাইলি সেনাদের গুলিতে ত্রাণ নিতে এসে নিহত ৯৩
টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু 
বরিশালে জুলাই শহিদদের স্মরণে নির্মাণ হচ্ছে স্মৃতিস্তম্ভ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল পুনঃস্থাপন করা হয়েছে
রাজশাহীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
১০