দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৮:৩০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস): দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য গভীর অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন দেশটির সম্রাট নারুহিতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে টোকিওর ইয়াসুকুনি মন্দিরে আজ শুক্রবার জমায়েত হাজার হাজার মানুষের সামনে অনুতপ্ত হওয়ার বিষয়টি জানান সম্রাট।

টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

টোকিওর ইয়াসুকুনি মন্দিরে দর্শনার্থীদের মধ্যে একজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। ১৯ শতকের শেষের দিক থেকে নিহত ২৫ লক্ষাধিক জাপানি সৈন্যের সম্মানে মন্দিরটি নির্মিত হয়।

সম্রাজ্ঞী মাসাকোকে পাশে রেখে দেওয়া ভাষণে নারুহিতো জানান, তিনি গভীরভাবে অনুতপ্ত। নতুন করে এক ধরনের গভীর শোক অনুভব করছেন। এসময় দেশটির পতাকা অর্ধনমিত ছিল।

৬৫ বছর বয়সী নারুহিতো বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে মূল্যবান জীবন হারানো অসংখ্য মানুষ এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের অতীতের কথা মনে রেখে এবং গভীরভাবে অনুতপ্ত হয়ে আমি আন্তরিকভাবে আশা করছি, যুদ্ধের ধ্বংসাত্মক ঘটনাগুলোর আর কখনোই পুনরাবৃত্তি ঘটবে না।’

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ওই অনুষ্ঠানে ভাষণ দেন। যুদ্ধের বেদনাদায়ক স্মৃতি ধরে রাখার, প্রজন্মের পর প্রজন্ম ধরে তা ছড়িয়ে দেওয়ার এবং স্থায়ী শান্তির পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

২০১৩ সালের পর থেকে জাপানি কোনো প্রধানমন্ত্রী এই মন্দির পরিদর্শন করেননি। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সেখানে যাওয়ায় বেইজিং ও সিউলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এ ঘটনায় বিরল কূটনৈতিক সমালোচনা করে।

আগামী মাসে নারুহিতো, মাসাকো ও তাদের মেয়ে রাজকন্যা আইকো নাগাসাকি সফরে যাবেন। সেখানে তারা পরমাণু বোমা হামলায় বেঁচে যাওয়া মানুষদের সঙ্গে দেখা করবেন এবং ওই ভয়াবহ হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০