গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৪৯ জন নিহত

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:০৯ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:২১

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসরাইলি বিমান হামলায় ৭ শিশুসহ ৪৯ জন নিহত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই খবর জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী খান ইউনিসে পাঁচ দফা হামলা চালিয়েছে। এছাড়া আল মালাওয়াসি এলাকাতেও হামলা হয়েছে। এখানের উপকূলে তাঁবু টাঙ্গিয়ে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছে।

গাজা থেকে এএফপি এই খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালাওয়াসির একটি তাঁবুতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে জানিয়েছেন, বিমান হামলায় বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায়। এই সময় অন্তত ২০জনেরও বেশি আহত হয়েছে।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিসের একটি বাড়িতে হামলায় তিন শিশুসহ ৫ জন নিহত হয়। বেশ কয়েকজন আহত হয়েছে।

খান ইউনিসে একটি গাড়িতে হামলায় ২ জন এবং একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরো ২ জন নিহত হয়। তবে সর্বশেষ এই হামলা সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দোহায় যখন কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধাবসান এবং জিম্মি মুক্তি নিশ্চিত নিয়ে আলোচনা চলছিল ঠিক সেই মুহুর্তে এই হামলা চালিয়েছে ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু
ঢাবির ১৫ গবেষণা কেন্দ্রে পরিচালক নিয়োগে প্রতিবেদন উপস্থাপন
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
খুলনা বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ১ জনের স্থগিত
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
১০