গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৪৯ জন নিহত

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:০৯ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:২১

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসরাইলি বিমান হামলায় ৭ শিশুসহ ৪৯ জন নিহত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই খবর জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী খান ইউনিসে পাঁচ দফা হামলা চালিয়েছে। এছাড়া আল মালাওয়াসি এলাকাতেও হামলা হয়েছে। এখানের উপকূলে তাঁবু টাঙ্গিয়ে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছে।

গাজা থেকে এএফপি এই খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালাওয়াসির একটি তাঁবুতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে জানিয়েছেন, বিমান হামলায় বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায়। এই সময় অন্তত ২০জনেরও বেশি আহত হয়েছে।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিসের একটি বাড়িতে হামলায় তিন শিশুসহ ৫ জন নিহত হয়। বেশ কয়েকজন আহত হয়েছে।

খান ইউনিসে একটি গাড়িতে হামলায় ২ জন এবং একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরো ২ জন নিহত হয়। তবে সর্বশেষ এই হামলা সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দোহায় যখন কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধাবসান এবং জিম্মি মুক্তি নিশ্চিত নিয়ে আলোচনা চলছিল ঠিক সেই মুহুর্তে এই হামলা চালিয়েছে ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০