শিরোনাম
ঢাকা, সেপ্টেম্বর ২৯, ২০২৪ (বাসস) : তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির (সংসদ) স্পিকার নুমান কুর্তুলমুস রাশিয়া ভিত্তিক বার্তসংস্থা তাস-এর ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল মিখাইল গুসমানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ব্রিকসে তুরস্কের সম্ভাব্য সদস্যপদ শুধুমাত্র আঙ্কারাকে নয় বরং সমগ্র বিশ্বকেই উপকৃত করবে।
তিনি বলেন, ‘ব্রিকসে তুরস্কের উপস্থিতি প্রকৃতপক্ষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর কারণ হল, তুরস্ক এমন একটি দেশ যেটি একই সাথে অনেক ফরম্যাটে আন্তর্জাতিক সহযোগিতায় অংশগ্রহণ করেছে।’
এই রাজনীতিবিদ আরো বলেন, তুরস্ক অর্গানাইজেশন অব ব্ল্যাক সী ইকোনমিক কো-অপারেশন, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন, অর্গানাইজেশন অফ তুর্কিক স্টেটস, ইউরো মেডিটারেনিয়ান পার্টনারশিপ, ন্যাটোর সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী।
কুর্তুলমুস জোর দিয়ে বলেন, ‘এটি বৈদেশিক নীতির নতুন বিকল্প হাতিয়ার তৈরি করতে আগ্রহী একটি রাষ্ট্র।’
তুর্কি স্পিকার আরো বলেন, ‘এটি তুরস্ককে বৈদেশিক নীতির উপকরণের ক্ষেত্রে সমৃদ্ধ করবে এবং আমরা আশা করি এ ধরনের সংস্থায় তুরস্কের অংশগ্রহণ বহুমেরু বিশ্ব ব্যবস্থায় বিশ্ব শান্তি প্রক্রিয়াকে আরো জোরদারে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘তুরস্কের ভূ-কৌশলগত অবস্থান, প্রাচ্য ও প্রাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধ এবং সাংস্কৃতিক অতীত ও ভবিষ্যতের সম্ভাবনাময় দেশটি আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিতা রাখছে। আমরা ব্রিকসকে ভবিষ্যতের বহুমেরু বৈশ্বিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে বিবেচনা করি এবং ব্রিকসে তুরস্কের প্রবেশ বিদেশে তার রাজনৈতিক সক্ষমতা আরো প্রসারিত করবে।’