মেক্সিকোর বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৭ 

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:১২

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। দেশটিতে ধারাবাহিক সহিংসতার এটাই সর্বশেষ ঘটনা। রোববার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। 

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাবাসকো রাজ্যের ভিলাহারমোসা শহরে শনিবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে। 

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় আরো জানায় ভিডিও ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে এরং যৌথ টহল চালানো হচ্ছে। 

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৫ জন হলেও তাবাস্কোর পাবলিক প্রসিকিউটর অফিস পরে জানিয়েছে হামলায় আরো দুইজন মারা গেছে। বারটি অবৈধভাবে চালানো হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা ‘লা কাসিতা আজুল’ নামে পরিচিত বারে ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলা এরমোসার একটি বারে বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন।

এর আগে দুই সপ্তাহ আগে কেন্দ্রীয় অঞ্চলের কুয়েরেতারো শহরের একটি বারে হামলায় ১০ জন নিহত হয়। 

একই সপ্তাহে মেক্সিকো সিটির শহরতলির একটি বারে বন্দুক হামলায় আরো ছয়জন নিহত হন।

সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে মাদক পাচার রোধে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ৪ লক্ষ ৫০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০