শিরোনাম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : ভিয়েতনাম সর্বশেষ সাধারণ ক্ষমায় বিদেশিসহ প্রায় ৩,৮০০ বন্দিকে মুক্তি দেবে, দেশটির সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সোমবার হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ভিয়েতনাম ২০০৯ সাল থেকে নয়বার বিশেষ ক্ষমা ঘোষণা করেছে এবং ৯২ হাজারেরও বেশি বন্দিকে তাদের প্রত্যাশিত মুক্তির তারিখের আগে মুক্ত করেছে। তবে কখনোই কোনো রাজবন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়নি। সোমবারের সরকার সাধারণ ক্ষমার ঘোষণায়, কমিউনিস্ট সরকার উৎখাত বা ‘সন্ত্রাসবাদের’ প্রচেষ্টায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের মুক্তিপ্রাপ্তির যোগ্য বলে বিবেচনা করা হয়নি।
এই বছর, কম্বোডিয়া, চীন, আইসল্যান্ড, ভারত, লাওস, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বিদেশিসহ ৩,৭৬৫ বন্দিকে মুক্তি দেওয়া হবে।
ভিয়েতনামের ২ সেপ্টেম্বর জাতীয় দিবসের পরে বিলম্বিত পদক্ষেপে মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
দেশটির শীর্ষ নেতা টু লামের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে সেপ্টেম্বরের মাঝামাঝি দুই হাই-প্রোফাইল বন্দীর মুক্তির পর এই সাধারণ ক্ষমা ঘোষিত হলো।