ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:২৯ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১৫:৫০

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইতালিতে বুধবার থেকে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কঠোরতম নিষেধাজ্ঞার ফলে ইতালির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানে ধূমপায়ীদের শহরের রাস্তায় বা জনাকীর্ণ পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা গুনতে হবে।

ইতালির উত্তরাঞ্চলীয় এই শহরে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ৪০ থেকে ২শ’ ৪০ ইউরো জরিমানা করা হতে পারে। তবে এমন একটি কঠিন বিধান শহরের সমস্ত বাসিন্দারা ভালভাবে মেনে নিতে পারছে না। 

মিলান থেকে এএফপি এই খবর জানায়।

স্থানীয় প্লাম্বার মরগান ইশাক নিষেধাজ্ঞার কার্যকরের আগে (৪৬) বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ‘নতুন আইনটি আমার মতে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বাড়ির ভিতরে, বয়স্ক ব্যক্তি বা শিশুর সামনে ধূমপান না করতে রাজি, তবে আমার জন্য বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করা।’

মিলানের বায়ু মানের অধ্যাদেশ ২০২০ সালে সিটি কাউন্সিল দ্বারা পাস করা হয়েছে এবং ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। 

২০২১ সাল থেকে পার্ক, খেলার মাঠের পাশাপাশি বাস স্টপ এবং ক্রীড়া স্থাপনাগুলোতে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ করা হয়েছিল।

নতুন বিধান অনুসারে, ১ জানুয়ারি ২০২৫ থেকে কঠোর আইন কার্যকর হয়েছে। তবে, ‘বিচ্ছিন্ন জায়গাগুলোতে যেখানে ধূমপায়ীদের কাছ থেকে অন্য লোকদের কমপক্ষে ১০ মিটার দুরত্ব বজায় রাখা সম্ভব’ রাস্তাসহ সমস্ত পাবলিক স্পেসে প্রযোজ্য হবে।  

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্যে হচ্ছে ‘শহরের বাতাসের গুণমান উন্নত, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, পাবলিক স্পেসে পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষাসহ শিশুদের শ্বাসকষ্ট থেকে রক্ষা করা।’ 

অধূমপায়ী স্টেলিনা লম্বার্ডো (৫৬) বলেছেন, তিনি ধূমপানের কঠোর নিষেধাজ্ঞাকে সমর্থন করেন।

তিনি বলেছেন, ‘আমি সরকারের আরোপিত কঠোর নিষেধাজ্ঞায় সম্মত, কারণ ধূমপান অনেক দূষণের জন্য দায়ী। এই যুগে যখন আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে অনেক বেশি রোগে ভূগছি। এই ধরনের ব্যবস্থা বিশ্বকে ধ্বংসকারী দূষণের প্রভাবগুলোকে কমাতে সাহায্য করতে পারে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০