মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২২:৫৮

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে দুই ঘণ্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর ও সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামে পৃথক ঘটনায় তাদের প্রাণ গেছে। 

মৃতরা হলো, আশিকুল ইসলাম (৮) ও দেড় বছর বয়সী রাইফ চৌধুরী। আশিকুল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে। আশিক স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। রাইফ উপজেলার সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামের আলী মিয়া চৌধুরী বাড়ির আনোয়ার জাহেদের ছেলে।

নিহত আশিকুল ইসলামের মামা সিরাজ উদ্দিন বলেন, ‘দুপুরে প্রতিবেশী ২ ছেলের সঙ্গে খেলতে বের হয় আশিক। এসময় খেলার ছলে অসাবধানতাবশত পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

রাইফ চৌধুরীর নানা সরওয়ার চৌধুরী বলেন, ‘খেলার ছলে ঘরের পাশে একটি পুকুুরে পড়ে যায় আমার নাতি রাইফ চৌধুরী। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতে আনিসুল-ইনুসহ ৯ জনের ভার্চুয়াল হাজিরা
রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা
শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা
বগুড়ায় তেলের পাম্পে ক্যাশিয়ার খুন, মূল অভিযুক্ত আটক
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে: খাদ্য সচিব
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৫৬৭ মামলা ডিএমপির
ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা’য় আলোচনায় প্রস্তুত হামাস
কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
রাজশাহীতে ১৩ মাদক কারবারি আটক
১০