মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২২:৫৮

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে দুই ঘণ্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর ও সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামে পৃথক ঘটনায় তাদের প্রাণ গেছে। 

মৃতরা হলো, আশিকুল ইসলাম (৮) ও দেড় বছর বয়সী রাইফ চৌধুরী। আশিকুল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে। আশিক স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। রাইফ উপজেলার সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামের আলী মিয়া চৌধুরী বাড়ির আনোয়ার জাহেদের ছেলে।

নিহত আশিকুল ইসলামের মামা সিরাজ উদ্দিন বলেন, ‘দুপুরে প্রতিবেশী ২ ছেলের সঙ্গে খেলতে বের হয় আশিক। এসময় খেলার ছলে অসাবধানতাবশত পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

রাইফ চৌধুরীর নানা সরওয়ার চৌধুরী বলেন, ‘খেলার ছলে ঘরের পাশে একটি পুকুুরে পড়ে যায় আমার নাতি রাইফ চৌধুরী। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০