খিলক্ষেতে ফুটপাত ও ফুটওভার ব্রিজ হকার ও ভিক্ষুকমুক্ত

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৩:০২ আপডেট: : ১৮ আগস্ট ২০২৫, ১৩:১৬
চলাচলে দুর্ভোগ কমাতে রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রিজের উভয় পাশে ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়েছে। ছবি: বাসস

ঢাকা (উত্তর), ১৮ আগস্ট ২০২৫ (বাসস): রাজধানীর যানজট ও পথচারীদের চলাচলের দুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার দিনব্যাপী এই অভিযান পরিচালনার সময় ফুটপাত ও ফুটওভার ব্রিজের উভয় পাশ থেকে থেকে কয়েকশো ভাসমান দোকান ও সকল ভিক্ষুককে অপসারণ করা হয়। 

এতে দীর্ঘদিনের যানজট ও জন চলাচলের সমস্যা নিরসন হওয়ায় স্থানীয় পথচারী ও এলাকাবাসী খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। 

দীর্ঘদিন ধরে ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখল করে রাখা এসব অবৈধ স্থাপনা ও ব্যক্তিদের সরিয়ে দেওয়ার ফলে জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরে আসে এবং যানজট অনেকটাই হ্রাস পায়।

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, ‘ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত করা আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করছি, ভবিষ্যতে এই জায়গাগুলো দখলমুক্ত রাখতে পুলিশ এবং নিকুঞ্জ, টানপাড়া ও খিলক্ষেতের কল্যাণ সোসাইটিগুলো একসঙ্গে কাজ করবে।’

এ বিষয়ে রাজউক দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রাজিব আহমেদ বলেন, ‘ফুটওভার ব্রিজে হকার ও ভিক্ষুকদের কারণে প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটত।

এখন যেহেতু জায়গাগুলো দখলমুক্ত হয়েছে, পথচারীদের আর এমন ভোগান্তিতে পড়তে হবে না।’

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘জনগণের সুবিধার জন্যই আমাদের এই উদ্যোগ। তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরো বলেন, আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাব এবং প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পিছপা হব না। 

এই জায়গাগুলো আবার কেউ দখল করতে না পারে, তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন থানার মামলায় দণ্ডিত শহিদুল বাবুল কারাগারে
ওয়াশিংটনে ইউক্রেন শান্তি আলোচনায় ‘সব পক্ষের’ সমঝোতার আহ্বান চীনের
গত বিশ্বকাপের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে  
হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে
শ্রেষ্ঠ বিমানসেনা-এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদ বিতরণ
নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
১০