পল্টন থানার মামলায় দণ্ডিত শহিদুল বাবুল কারাগারে

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:০৮

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): আওয়ামী আমলে পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আজ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন বাবুল। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শহিদুল ইসলাম বাবুলের আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া (জাদু) বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহিদুল ইসলাম বাবুল আজ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেছিলেন। এই আদালতে দুই বছরের ওপরের সাজার জামিন দেওয়ার এখতিয়ার নেই। তাই আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সাদেকুল ইসলাম ভুঁইয়া আরো বলেন, আমরা আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জাজ আদালতে তার জামিন আবেদন করবো। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাবেন। এ সময় দলের নেতা-কর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেন। 

পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল ভিআইপি রোড বন্ধ করে তারা ভাঙচুরের চেষ্টা চালায় বলে উল্লেখ করে ওইদিনই মামলা করেন। 

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান। 

মামলার সব কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর রায় দেন আদালত। রায়ে শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধের জন্য রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় : জেলেনস্কি
সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
বরিশালে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
চাঁদপুরে বিএসটিআই’র অনুমোদনহীন খাদ্যপণ্যের উপাদান তৈরির দায়ে জরিমানা
নানা আয়োজনে বান্দরবানে মৎস্য সপ্তাহ শুরু
হত্যাচেষ্টা মামলায় কারাগারে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব
১০