গত বিশ্বকাপের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:০০
ফাইল ছবি

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : ২০২৩ সালের বিশ্বকাপের পর আবারও ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে দু’দল। এ বছরের ফেব্রুয়ারিতে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম ওয়ানডে খেলতে নামতে তারা। দু’দলের লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়।  

অস্ট্রেলিয়ার কেয়ার্নসে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ঐ আসরে দু’বার দেখা হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। লিগ পর্বে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছিল প্রোটিয়ারা। এরপর সেমিফাইনালে আবারও দেখা হয় দু’দলের। শেষ চারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপের ম্যাচের পর ওয়ানডেতে দেখা হয়নি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।

এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডেতেও কোন ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। তাদের জায়গা পূরণের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের সামনে। ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারিকে দিয়ে জায়গা পূরণের পরিকল্পনা আছে অসিদের। 

অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে খেলতে নামছি আমরা। এই দলে স্মিথ ও ম্যাক্সওয়েলের মত অভিজ্ঞ খেলোয়াড় নেই। তবে আমরা আশাবাদি তাদের জায়গায় যারা সুযোগ পাবে তারা নিজেদের উজার করে দেবে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অধিনায়ক তেম্বা বাভুমা। এই সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওয়ানডেতে অভিষেক হতে পারে বিধ্বংসী ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের। অসিদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন তিনি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৬ বলে অপরাজিত ১২৫ ও শেষ ম্যাচে ২৬ বলে ৫৩ রান করেন ব্রেভিস। 

ওয়ানডেতে খেলার সুযোগ পেলে দলের জয়ে অবদান রাখতে চান ব্রেভিস। তিনি বলেন, ‘আমার মূল লক্ষ্য রান করা এবং দলের জয়ে বড় অবদান রাখা। টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা ওয়ানডেতে কাজে লাগবে। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে রান করা সহজ নয়। তবে নিজের কাজ ঠিকঠাক করতে পারলে বড় ইনিংস খেলা সম্ভব।’ 

ওয়ানডেতে এখন পর্যন্ত ১১০বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের দিকে। দক্ষিণ আফ্রিকার জয় ৫৫ ম্যাচে এবং অস্ট্রেলিয়ার জয় ৫১ ম্যাচে। ৩টি ম্যাচ টাই ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়। 

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, কুপার কনোলি, ম্যাট কুনেমান এবং এডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
যুদ্ধের জন্য রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় : জেলেনস্কি
সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
বরিশালে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
চাঁদপুরে বিএসটিআই’র অনুমোদনহীন খাদ্যপণ্যের উপাদান তৈরির দায়ে জরিমানা
নানা আয়োজনে বান্দরবানে মৎস্য সপ্তাহ শুরু
১০