হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:৫৭ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৮
ছবি: সংগৃহীত

দিনাজপুর, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

৫টি আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করতে পারবে।

আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫০ টন পেঁয়াজ আমদানির জন্য সরকারিভাবে অনুমতি দেওয়া হয়েছে। আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আজ রোববার ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে।  

ইউসুফ আলী বলেন, আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যে কোনো সময়। আমদানির ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

বন্দরের পাইকারি ব্যবসায়ী মো. রিয়াজুল হক বলেন, পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে আজ দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। গত দুইদিন যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ ওই পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, অনুমতি প্রাপ্ত ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানির জন্য আজ এলসি খোলা শুরু করেছে। আশা করা যায়,আগামীকাল সোমবার ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭০৯ মামলা
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আগামী জুনের মধ্যে লংগদু সড়কে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হবে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ জন গ্রেফতার 
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন
১০