হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:৫৭ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৮
ছবি: সংগৃহীত

দিনাজপুর, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

৫টি আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করতে পারবে।

আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫০ টন পেঁয়াজ আমদানির জন্য সরকারিভাবে অনুমতি দেওয়া হয়েছে। আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আজ রোববার ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে।  

ইউসুফ আলী বলেন, আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যে কোনো সময়। আমদানির ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

বন্দরের পাইকারি ব্যবসায়ী মো. রিয়াজুল হক বলেন, পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে আজ দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। গত দুইদিন যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ ওই পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, অনুমতি প্রাপ্ত ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানির জন্য আজ এলসি খোলা শুরু করেছে। আশা করা যায়,আগামীকাল সোমবার ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
ইরাকের সাবেক প্রেসিডেন্টকে ইউএনএইচসিআর-এর নতুন প্রধান ঘোষণা
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন আফগানিস্তানের গুরবাজ
সাতক্ষীরায় সুন্দরবনে অবৈধ শিকারের সরঞ্জাম জব্দ, আটক ৩ 
ঢাবি ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব : ফখরুল
তুর্কমেনিস্তান-শীর্ষ বৈঠকে রুশ, তুর্কি ও ইরানি নেতারা মিলিত
১০