হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:৫৭ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৮
ছবি: সংগৃহীত

দিনাজপুর, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

৫টি আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করতে পারবে।

আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫০ টন পেঁয়াজ আমদানির জন্য সরকারিভাবে অনুমতি দেওয়া হয়েছে। আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আজ রোববার ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে।  

ইউসুফ আলী বলেন, আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যে কোনো সময়। আমদানির ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

বন্দরের পাইকারি ব্যবসায়ী মো. রিয়াজুল হক বলেন, পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে আজ দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। গত দুইদিন যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ ওই পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, অনুমতি প্রাপ্ত ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানির জন্য আজ এলসি খোলা শুরু করেছে। আশা করা যায়,আগামীকাল সোমবার ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক ১
ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান
পাহাড়ে শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাশেদ খান
বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
১০