নড়াইল, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে কালনা-লোহাগড়া-নড়াইল সড়কের টি চর-কালনা প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম চর-কালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শরিফুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম টি চর-কালনা প্রাইমারী স্কুলের সামনে কালনা-নড়াইল সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ট্রাকের নিচ থেকে ফাতেমা বেগমের মরদেহ উদ্ধার করেন।
ওসি শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।