ওয়াশিংটনে ইউক্রেন শান্তি আলোচনায় ‘সব পক্ষের’ সমঝোতার আহ্বান চীনের

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:০৪

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে ওয়াশিংটনে চলমান শান্তি আলোচনায় জড়িত ‘সব পক্ষকে’ দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে চীন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। 

তিনি বলেছেন, ক্রিমিয়া পুনরুদ্ধার বা ইউক্রেনের  ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আলোচনার বাইরে রাখা হয়েছে।

জেলেনস্কি বারবার ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয় প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউসের সময়সূচি অনুযায়ী, তিনি সোমবার ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েনসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করি, সব পক্ষ ও সংশ্লিষ্ট সকলেই যথাসময়ে শান্তি আলোচনায় অংশ নেবে এবং যত দ্রুত সম্ভব এমন একটি ন্যায্য, দীর্ঘস্থায়ী, বাধ্যতামূলক ও সবার জন্য গ্রহণযোগ্য শান্তি চুক্তিতে পৌঁছাবে।

সোমবারের বৈঠকের আগে গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও সেখানে যুদ্ধবিরতি নিয়ে কোনো সাফল্য আসেনি, তবে উভয় নেতা ইউক্রেনের জন্য  ‘দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা’ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ওই আলোচনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাও বলেন, ‘চীন শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করে এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ বজায় রাখা, সম্পর্ক উন্নয়ন ও ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
যুদ্ধের জন্য রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় : জেলেনস্কি
সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
বরিশালে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
চাঁদপুরে বিএসটিআই’র অনুমোদনহীন খাদ্যপণ্যের উপাদান তৈরির দায়ে জরিমানা
নানা আয়োজনে বান্দরবানে মৎস্য সপ্তাহ শুরু
১০