শ্রেষ্ঠ বিমানসেনা-এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদ বিতরণ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:৫৩
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সোমবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন। ছবি : আইএসপিআর

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার)  ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ সোমবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর অতিথিদের উপস্থিতিতে ট্রফি ও সনদপত্র প্রদান কার্যক্রম শুরু হয়।

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালনে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের জন্য নির্বাচিত ছয়জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে এ সম্মাননা প্রদান করা হয়। তারা তাদের নিজ নিজ কর্মস্থলে অসাধারণ নিষ্ঠা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং বিমান বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রেখেছেন।

ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি তাদের কর্মজীবনের এক অনন্য অর্জন। ভবিষ্যতেও নিষ্ঠা, দেশপ্রেম এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তারা বাংলাদেশ বিমান বাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন। 

তিনি আরও বলেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বাহিনীর জন্য এক বড় অনুপ্রেরণা।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি অনুষ্ঠানে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া মোনাজাতের মাধ্যমে। মোনাজাতে বাংলাদেশ বিমান বাহিনীর অব্যাহত সাফল্য, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
যুদ্ধের জন্য রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় : জেলেনস্কি
সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
বরিশালে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
চাঁদপুরে বিএসটিআই’র অনুমোদনহীন খাদ্যপণ্যের উপাদান তৈরির দায়ে জরিমানা
নানা আয়োজনে বান্দরবানে মৎস্য সপ্তাহ শুরু
১০