নানা আয়োজনে বান্দরবানে মৎস্য সপ্তাহ শুরু

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৩৯
ছবি: বাসস

বান্দরবান, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে বান্দরবানে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

আজ সোমবার সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুরু হয়। পরে জেলা পরিষদের লেকে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন।

পাশাপাশি জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক কমিটির আহবায়ক খামলাই ম্রো। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেয়াজ, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীলসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৭.৮২ লাখ টন, অথচ উৎপাদন হয়েছে ৫০.১৮ লাখ টন। বর্তমানে গ্রামীণ জনগোষ্ঠীর মোট আমিষের ৬০ শতাংশই আসে মাছ থেকে।

অনুষ্ঠানের শেষ পর্বে জেলার ৭ উপজেলার বাছাইকৃত ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল মৎস্যচাষি হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল জানান, আগামী ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্যখাতে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতে আনিসুল-ইনুসহ ৯ জনের ভার্চুয়াল হাজিরা
রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা
শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা
বগুড়ায় তেলের পাম্পে ক্যাশিয়ার খুন, মূল অভিযুক্ত আটক
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে: খাদ্য সচিব
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৫৬৭ মামলা ডিএমপির
ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা’য় আলোচনায় প্রস্তুত হামাস
কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
রাজশাহীতে ১৩ মাদক কারবারি আটক
১০