নানা আয়োজনে বান্দরবানে মৎস্য সপ্তাহ শুরু

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৩৯
ছবি: বাসস

বান্দরবান, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে বান্দরবানে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

আজ সোমবার সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুরু হয়। পরে জেলা পরিষদের লেকে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন।

পাশাপাশি জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক কমিটির আহবায়ক খামলাই ম্রো। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেয়াজ, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীলসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৭.৮২ লাখ টন, অথচ উৎপাদন হয়েছে ৫০.১৮ লাখ টন। বর্তমানে গ্রামীণ জনগোষ্ঠীর মোট আমিষের ৬০ শতাংশই আসে মাছ থেকে।

অনুষ্ঠানের শেষ পর্বে জেলার ৭ উপজেলার বাছাইকৃত ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল মৎস্যচাষি হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল জানান, আগামী ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্যখাতে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০