ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৪৮
ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানি স্টাডিজ বিভাগে ‘সৈয়দ মাহমুদুল হক আইসিটি ও ইনোভেশন ল্যাব’ ও একটি ‘স্মার্ট ক্লাসরুম’ উদ্বোধন করা হয়েছে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি আজ সোমবার বিভাগীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব ও ক্লাসরুম উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার লিয়াকত আলী চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম এবং জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. লোপামুদ্রা মালেক স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ জাপান ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, আধুনিক যন্ত্রাংশ ও প্রযুক্তি সম্বলিত এই ল্যাব ও ক্লাসরুম যুগোপযোগী ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। 

জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা সম্প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাপান সব সময় বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে জাপান সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হকের সহযোগিতায় এই ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন করা হয়। উল্লেখ্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সৈয়দ মাহমুদুল হকের পুত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০