সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৫৪
ছবি: বাসস

নওগাঁ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক যুবদল নেতা ও নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টোটনের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ বাদ জোহর নওগাঁ শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের মরদেহ স্থানীয় নওগাঁ সরকারি কবরস্থানে দাফন করা হয়।

মোস্তাফিজুর রহমান টোটন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি যুবদলের নেতৃত্বের পাশাপাশি নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজসেবক এবং জনপ্রিয় মুখ।

তার মৃত্যুতে নওগাঁ জেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা
১০