সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৫৪
ছবি: বাসস

নওগাঁ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক যুবদল নেতা ও নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টোটনের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ বাদ জোহর নওগাঁ শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের মরদেহ স্থানীয় নওগাঁ সরকারি কবরস্থানে দাফন করা হয়।

মোস্তাফিজুর রহমান টোটন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি যুবদলের নেতৃত্বের পাশাপাশি নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজসেবক এবং জনপ্রিয় মুখ।

তার মৃত্যুতে নওগাঁ জেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০