আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: রিজভী

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:১১
আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ছবি: বাসস

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

আজ রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপি’র নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

নির্বাচনের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, ‘বাংলাদেশের জনগণ এখনো এ পদ্ধতির জন্য প্রস্তুত নয়। যারা পিআর দাবি করছেন, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন রয়েছে।’

শেখ হাসিনার শাসনামলে দলের নেতা-কর্মীদের নিপীড়ন-নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলা দেওয়া হতো, গ্রেফতার করা হতো। তার ১৬ বছরের দুঃশাসনে বিএনপি’র নেতা-কর্মীরা অধিকাংশ সময়ে কারাগারে জীবন কাটিয়েছে। আপনারা জানেন, নীলফামারীর একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তিনি বিএনপি’র নেতাকর্মীদের ওপর কী পরিমাণ স্টিমরোলার চালিয়েছেন।’

এ সময় আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ডাকসুতে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

এ সময় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ নীলফামারী জেলা বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা
বগুড়ায় তেলের পাম্পে ক্যাশিয়ার খুন, মূল অভিযুক্ত আটক
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে: খাদ্য সচিব
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৫৬৭ মামলা ডিএমপির
ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা’য় আলোচনায় প্রস্তুত হামাস
কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
রাজশাহীতে ১৩ মাদক কারবারি আটক
খালিশপুর থানা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে আটক দ. কোরীয় কর্মীদের মুক্তির ব্যবস্থা করা হবে: দ. কোরিয়া
১০