স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৪৭
ছবি: বাসস

পাবনা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে। অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা। সব শ্রেণির মানুষই জীবন দিয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস  বলেন, ‘দুঃখ ও পরিতাপের বিষয় হলো এমন একটি দেশে আমরা বাস করি যেখানে মৃত্যুর পরও লাশের পরিচয়ও পাওয়া যায় না। মাসের পর মাস মর্গে মরদেহ পড়ে আছে। আবার অনেকের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। লাশ গাড়িতে তুলে পুড়িয়ে দিয়েছে। অনেককে গুম করা হয়েছে। মতের বাইরে গেলেই তাকে জুলুম নির্যাতন করা হতো। সীমাহীন নির্যাতন সহ্য করতে হয়েছে দেশের মানুষকে। এখনো ঢাকা মেডিকেলের মর্গে লাশ পড়ে আছে পড়ে আছে, যাদের পরিচয় পাওয়া যায়নি।

ফ্যাসিবাদী আমলে সাংস্কৃতিক কর্মীদের উপর হাসিনার জুলুম নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ওই আমলে সাংস্কৃতিক কর্মীদের উপর লাগাতার হুলিয়া জারি করা হয়েছিল। কোনো শিল্পী যদি খুনি হাসিনার বিপক্ষে কোনো গান রচনা করত তাহলে তাকে নানাভাবে নাজেহাল করা হতো। অনেককে সাইড করে রাখত। তারা যাতে জাতীয়তাবাদীর পক্ষে গান না করতে পারে সেই সব পদক্ষেপ নিতো। আওয়ামীপন্থি শিল্পীদের সুযোগ-সুবিধা দেওয়া হতো।’

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে করতে হবে। সাধনা ও ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা যাবে না। সবাইকে লিডারশিপ ধারণ করার মতো উদারতা থাকতে হবে।

পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মীরা অবহেলিত থাকে। এসব সাধারণ মানুষই অসাধারণ দেশ গড়ে তুলতে সহায়তা করে। আমরা খুঁজে খুঁজে অনেক মানুষকে সহায়তা দিয়েছি। তিনি আরও বলেন, বন্যা কবলিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ফসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলার সভাপতি খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়ার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী ইথুন বাবু, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌসুমী ও আকলিমা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০