ইসরাইলি সেনা প্রত্যাহার হয়নি, তবু যুদ্ধবিরতির সময়সীমা বাড়াবে লেবানন

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮

 

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : লেবানন সোমবার জানিয়েছে যে ইসরাইল নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহার না করলেও তারা যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়াবে। এদিকে, রোববার ইসরাইলি সেনার গুলিতে দক্ষিণ লেবাননে ২২ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে লেবাননের বুর্জ আল মুলুক থেকে এএফপি জানায়, স্থানীয় মানুষজন নিজেদের গ্রামে ফিরে যেতে চাচ্ছিলেন এমন সময় সংঘর্ষের এই ঘটনা ঘটে। চুক্তি অনুযায়ী ইসরাইলের সেনাদের ওই সময়ের মধ্যেই দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার কথা ছিল।

যুদ্ধবিরতি চুক্তি

দুই মাস আগে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, ইসরাইলের সেনারা ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন ছেড়ে যাবে এবং লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা ওই অঞ্চলে দায়িত্ব নেবে।

চুক্তি কার্যকর করতে বিলম্ব হওয়ার জন্য দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। শুক্রবার ইসরাইল জানায়, তারা নির্ধারিত সময়ের পরও লেবাননের দক্ষিণে সেনা রাখবে।

রোববারের সহিংসতা

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার ইসরাইলি সেনারা তাদের দখলকৃত গ্রামে ফিরে যেতে চাওয়া মানুষদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ২২ জন নিহত হয়, যার মধ্যে ছয়জন নারী এবং একজন সেনা সদস্য রয়েছেন। এছাড়া আরও ১২৪ জন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা 'হুমকি দূর করতে' সতর্কতামূলক গুলি চালিয়েছে এবং কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে।

বাসিন্দাদের প্রতিবাদ

সীমান্ত এলাকায় কয়েকশ’ মানুষ তাদের গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করে। তারা গাড়ি, মোটরবাইক এবং পায়ে হেঁটে গ্রামের দিকে যায়। কেউ কেউ হিজবুল্লাহর পতাকা বহন করছিলেন।

“আমরা আমাদের গ্রামে ফিরে যাব, ইসরাইলি সেনারা এখান থেকে চলে যাবে, এমনকি যদি এতে আমাদের প্রাণহানি ঘটে,” বলেন আলি হার্ব নামে ২৭ বছর বয়সী এক যুবক।

কিছু এলাকায় মানুষ দলবদ্ধভাবে নামাজ আদায় করেন এবং প্রতিবাদ মিছিল করেন।

হিজবুল্লাহর প্রতিক্রিয়া

হিজবুল্লাহ এই ঘটনাকে “গৌরবময় দিন” বলে আখ্যা দিয়েছে এবং বাসিন্দাদের তাদের ভূমির প্রতি ভালোবাসার প্রশংসা করেছে। তারা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

লেবাননের সিদ্ধান্ত

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, লেবানন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন অব্যাহত রাখবে। তবে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, দক্ষিণ লেবাননের ৬০টির বেশি গ্রামের বাসিন্দাদের গ্রামে না ফেরার জন্য সতর্ক করা হয়েছে।

লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন বাসিন্দাদের ধৈর্য ধরতে এবং সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে বলেছেন।

যুদ্ধবিরতির বর্তমান অবস্থা

ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের উপকূলীয় এলাকা ছেড়ে গেলেও, কিছু পূর্বাঞ্চলে তারা এখনো অবস্থান করছে।

চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর উত্তরে সরে যেতে হবে এবং দক্ষিণে থাকা সব সামরিক স্থাপনা ভেঙে ফেলতে হবে।

তবে ইসরাইল বলছে, লেবানন এখনো চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করেনি।

যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুই মাসের যুদ্ধের সমাপ্তি ঘটলেও চুক্তি লঙ্ঘনের অভিযোগ এখনো রয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০