ট্রাম্পের হুমকির পর প্রত্যর্পণ ইস্যুতে পিছু হটল কলম্বিয়া

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৬

 

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির পর কলম্বিয়া রোববার তাদের অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানযোগে পাঠানো প্রত্যর্পণকৃত নাগরিকদের গ্রহণ করতে সম্মত হয়েছে।

কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আগে বলেছিলেন, তিনি শুধু 'সম্মানের সাথে', যেমন বেসামরিক বিমানের মাধ্যমে প্রেরণ করা নাগরিকদের গ্রহণ করবেন। এর আগে কলম্বিয়ার সরকার মার্কিন সামরিক বিমানের মাধ্যমে ফেরত পাঠানো দুই দফা নাগরিককে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

ট্রাম্প এর প্রতিক্রিয়া জানিয়ে লাতিন আমেরিকার চতুর্থ বৃহত্তম অর্থনীতির ওপর ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেন।

প্রাথমিকভাবে পেত্রো যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও শেষ পর্যন্ত রোববার দিন শেষে তিনি তার অবস্থান পরিবর্তন করেন।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের দেশ 'অচলাবস্থা কাটিয়ে উঠেছে' এবং ফেরত পাঠানো নাগরিকদের গ্রহণ করবে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, 'কলম্বিয়া সম্মত হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো সমস্ত অবৈধ অভিবাসীকে, এমনকি সামরিক বিমানের মাধ্যমে হলেও, কোনো বাধা বা বিলম্ব ছাড়াই গ্রহণ করবে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'আজকের ঘটনা প্রমাণ করে যে বিশ্ব আবারও আমেরিকাকে সম্মান করে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ, এবং তিনি আশা করেন বিশ্বের সব দেশ তাদের নাগরিকদের প্রত্যর্পণ গ্রহণে পূর্ণ সহযোগিতা করবে।'

ট্রাম্প জানিয়েছেন, শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বোগোটায় মার্কিন দূতাবাসের মাধ্যমে ভিসা ইস্যু আপাতত স্থগিত থাকবে এবং কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ও তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করা হবে।

ট্রাম্পের অভিবাসন নীতি ইতোমধ্যে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। ব্রাজিল, হন্ডুরাসসহ বিভিন্ন দেশের নেতারা এই নীতির কঠোর সমালোচনা করেছেন।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ত্রো অভিবাসন ইস্যুতে আলোচনা করার জন্য সেলাক নেতাদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের কঠোর অবস্থান এবং সামরিক বিমানে প্রত্যর্পণ প্রক্রিয়া লাতিন আমেরিকাজুড়ে ক্ষোভ বাড়িয়ে তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতায় ১০ জুলাইয়ের মধ্যে আবেদন আহ্বান
জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তি করলেন জোনাথন ডেভিড
বায়ার্নকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নয়জনের পিএসজি
মাওলানা রফি উদ্দিন আহমাদের ইন্তেকাল : জামায়াত আমীর, সেক্রেটারি জেনারেলের শোক
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক
রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
গবাদি পশুর রোগ নির্মূলের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল
ইসরাইল-হামাস যুদ্ধবিরতির উদ্যোগে অগ্রগতি : দোহায় নতুন আলোচনার প্রস্তুতি
শেখ হাসিনাসহ ১শ’ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
১০