সিরিয়ায় তিন দিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর : পর্যবেক্ষক

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৭

দামেস্ক, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিরিয়ার নয়া ইসলামপন্থী নেতাদের সাথে যুক্ত যোদ্ধারা ৭২ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই আসাদ-যুগের কর্মকর্তা। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা  রোববার এ খবর জানায়।

গত মাসে দীর্ঘকালীন শাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতকারী বিদ্রোহী বাহিনীর কর্তৃপক্ষ জানায়, তারা পশ্চিম হোমস অঞ্চলে অনির্দিষ্ট লঙ্ঘনের জন্য একাধিক গ্রেপ্তার করে।

সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, কর্তৃপক্ষ শুক্রবার একটি ‘অপরাধী গোষ্ঠীর’ সদস্যদের অভিযুক্ত করেছে, যারা নিরাপত্তা পরিষেবার সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বাসিন্দাদের উপর নির্যাতন চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গুরুতর লঙ্ঘনের ঘটনায় এসব গ্রেপ্তার করা হয় এবং গত ৭২ ঘণ্টায় ৩৫ জনের সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এতে আরও বলা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুরা এই নির্যাতনের শিকার হয়েছে।

সিরিয়ার অভ্যন্তরে সূত্র থাকা ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই পতন হওয়া আসাদ সরকারের সাবেক কর্মকর্তা, যারা নতুন কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত কেন্দ্রগুলোয় সাক্ষাৎ করতে হাজির হয়েছিল।

অবজারভেটরি জানিয়েছে, হোমস অঞ্চলে নিরাপত্তা অভিযানে অংশগ্রহণকারী ক্ষমতায় থাকা নতুন সুন্নি ইসলামপন্থী জোটের নিয়ন্ত্রণে থাকা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এই গোষ্ঠীগুলো প্রতিশোধ বিশৃঙ্খল পরিস্থিতি, অস্ত্রের বিস্তার এবং নতুন কর্তৃপক্ষের সাথে তাদের সম্পর্কের সুযোগ নিয়ে বাশার আল-আসাদের গোত্রের আলাউই সংখ্যালঘুদের উপর পুরানো নির্যাতনের প্রতিশোধ নিয়েছে।  

আলাউইরা সিরিয়ার জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তুরস্কের হাতাই প্রদেশ এবং উত্তর লেবাননে তারা একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু। গোলান মালভূমির গাজার গ্রামেও একটি জনগোষ্ঠী বাস করে, যেখানে ছয় দিনের যুদ্ধের আগে আইন ফিত এবং জাউরা নামে আরও দুটি আলাউই গ্রাম ছিল। আলাউইরা সিরিয়ার উপকূল ও উপকূলের কাছাকাছি শহরগুলোয় প্রভাবশালী ধর্মীয় গোষ্ঠী গঠন করে, যেখানে সুন্নি, খ্রিস্টান এবং ইসমাইলিদের বসতিস্থল। তাদেরকে প্রায়শই তুরস্কের একটি স্বতন্ত্র ধর্মীয় সম্প্রদায় আলেভিসের সাথে গুলিয়ে ফেলা হয়।

অবজারভেটরি "অনিমতান্ত্রিক গণ-গ্রেপ্তার, নৃশংস নির্যাতন, ধর্মীয় প্রতীকের ওপর হামলা, মৃতদেহের বিকৃতকরণ, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে সংক্ষিপ্ত এবং নৃশংস মৃত্যুদণ্ড" তালিকাভুক্ত করেছে, যা নজিরবিহীন মাত্রার ‘নিষ্ঠুরতা ও সহিংসতা" প্রদর্শন করে বলে জানিয়েছে।

একটি নাগরিক সমাজের সংগঠন সিভিল পিস গ্রুপ, এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা অভিযানের সময় হোমস এলাকার একাধিক গ্রামে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা ঘটেছে।

নিরস্ত্র মানুষকে হত্যাসহ অযৌক্তিক লঙ্ঘনের নিন্দা জানিয়েছে গোষ্ঠিটি।

ক্ষমতা দখলের পর থেকে, নতুন কর্তৃপক্ষ সিরিয়ার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখা হবে বলে আশ্বস্ত করার চেষ্টা করে।

তবে, আসাদের দল ক্ষমতায় থাকাকালীন নির্যাতনের প্রতিশোধ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আলাউই সংখ্যালঘু সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
১০