ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও মেক্সিকোর অভিবাসীদের মার্কিন সীমান্তের উদ্দেশ্যে যাত্রা 

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের যুক্তরাষ্ট্রের বাইরে রাখতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন এবং সমস্ত আশ্রয় আবেদন বাতিল করার পরেও সপ্তাহান্তে ১ হাজারেরও বেশি অভিবাসীর একটি দল দক্ষিণ মেক্সিকো ছেড়ে মার্কিন সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। 

মেক্সিকোর তাপাচুলা থেকে এএফপি এ খবর জানায়।

এই সপ্তাহে ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো সীমান্তে টহল দেওয়ার জন্য অতিরিক্ত ১ হাজার ৫০০ সেনা পাঠিয়েছেন। এবং সমস্ত অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ বন্ধ করে দেন। তিনি আশ্রয় শুনানি এবং মানবিক প্যারোল কর্মসূচিও স্থগিত করেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে প্রথম দায়িত্বে থাকার সময় থেকে ’মেক্সিকোতে থাকুন’ নীতি পুনরুজ্জীবিত করেন। যার অধীনে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারী ব্যক্তিদের আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় ফিরে আসার আগে সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবাহ ইতোমধ্যেই উল্লেখযোগ্য হারে কমে গেলেও শনিবার সন্ধ্যায় দক্ষিণ মেক্সিকো ছেড়ে আসা কিছু লোক বলছেন, তারা তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

’আমরা সীমান্তে গিয়ে একটি জবাব পাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

৩৭ বছর বয়সী ভেনেজুয়েলার নাগরিক আনিবাল হোসে আরভেলো এএফপিকে বলেন, আমরা এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হব বলে আশা করছি।

কেউ কেউ বলেন, সুযোগের অভাবে তারা দক্ষিণ মেক্সিকো ছেড়ে যাচ্ছেন। 

২৫ বছর বয়সী ভেনেজুয়েলার যুবক ওমর আভিলা বলেন, এখানে পরিস্থিতি খুবই কঠিন। তিনি বলেন, তাপাচুলায় (গুয়াতেমালা সীমান্তের কাছের একটি শহর) কোনো কাজ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
১০