আরও ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। 

১ ফেব্রুয়ারি শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ২ জন এবং গাজা সিটিতে অন্য আরেক জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।

পশ্চিম তীরের রামাল্লা থেকে এএফপি এ খবর জানায়।

মুক্তি পাওয়া ব্যক্তিরা হচ্ছেন ইয়ারদেন বিবাস (৩৪), মার্কিন-ইসরাইলি কিথ সিগেল (৬৫) এবং ফরাসি অফার ক্যালডেরন (৫৩)। তাদের মধ্যে ইয়ারদেন বিবাস ও অফার ক্যালডেরনকে খান ইউনিসে এবং কিথ সিগেলকে গাজা সিটিতে মুক্তি দেওয়া হয়।

এএফপি জানিয়েছে, তিন জিম্মির মুক্তির বিনিময়ে শনিবারই ১শ’ ৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ইসরাইলের।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মুক্তি পাওয়া দুইজন এরইমধ্যে ইসরাইল পৌঁছেছে। অন্যজনকে ইসরাইলি বাহিনীর কাছে হস্তান্তরের কথা রয়েছে।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরআগে তিন দফায় ১০ ইসরাইলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ৪২ দিনে হামাস ৩৩ জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বন্দিকে মুক্তি দিবে। যেখানে প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরাইল ৩০ জন বন্দি এবং প্রতি সৈন্যর জন্য ৫০ জন বন্দিকে মুক্তি দিবে।

আগামী ৪ ফেব্রুয়ারি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা রয়েছে। এই ধাপে অবশিষ্ট সমস্ত জিম্মির মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক সব ফিলিস্তিনিদের ছেড়ে দেয়া হবে।

পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করে টেকসই শান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ মামলায় রাজুর যাবজ্জীবন কারাদণ্ড
বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করা হবে: পরিবেশ উপদেষ্টা
দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ
শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩ 
রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ
দেশ গঠনে আমরা আপস করবো না: নাহিদ ইসলাম
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫০১
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
ইরান ছেড়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান: আইওএম
১০