শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যহ্রাস

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৭

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কায় জানুয়ারি মাসে ভোক্তা মূল্যসূচক ৪.০ শতাংশ হ্রাস পেয়েছে, যা জুলাই ১৯৬০ সালের পর দেশটির সর্বোচ্চ মূল্যহ্রাস বলে শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে জানানো হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটি তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে।

কলম্বো থেকে এএফপি জানায়, কলম্বো কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী পরপর পাঁচ মাসের মূল্যহ্রাসের ধারাবাহিকতায় জানুয়ারিতেও মূল্যহ্রাস অব্যাহত থাকে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলংকা তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। তখন শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি রেকর্ড ৬৯.৮ শতাংশে পৌঁছে এবং কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খরচের উল্লেখযোগ্য হ্রাস জানুয়ারিতে মূল্যহ্রাসের অন্যতম প্রধান কারণ। তবে কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৫.০ শতাংশ হতে পারে।

২০২২ সালের অর্থনৈতিক ধসের পর শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২.৯ বিলিয়ন ডলারের পুনরুদ্ধার ঋণ নিশ্চিত করে।

গত বছর নির্বাচিত প্রেসিডেন্ট অনুঢ়া কুমার দিশানায়েকে তার পূর্বসূরির আলোচনায় চূড়ান্ত করা আইএমএফ পুনরুদ্ধার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা উচ্চ করহার ও রাষ্ট্রীয় ব্যয়ের কাটছাঁটের মতো সংস্কারমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০