ইউক্রেনের খনিজ সম্পদে বিনিয়োগের আহ্বান জেলেনস্কির

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬

ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের প্রতি তার দেশের খনিজ সম্পদে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের ‘দুর্লভ খনিজ’ চেয়েছিলেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে এএফপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, 'আমাদের খনিজ সম্পদ রয়েছে। তবে এর অর্থ এই নয় যে আমরা তা বিনামূল্যে কাউকে দিয়ে দেব, এমনকি কৌশলগত অংশীদারদেরও নয়।'

তিনি বলেন, 'এটি সম্পূর্ণ পারস্পরিক অংশীদারত্বের বিষয়। বিনিয়োগ করুন। আসুন,  একসঙ্গে এর উন্নয়ন করি এবং লাভবান হই। '

ট্রাম্প এ সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করতে চায়, যেখানে ‘তাদের দুর্লভ খনিজ ও অন্যান্য সম্পদের’ বিনিময়ে ওয়াশিংটন থেকে দেওয়া সহায়তা নিশ্চিত করা হবে।

জেলেনস্কি রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলেন, ইউক্রেনের খনিজ সম্পদের মূল্য ‘ট্রিলিয়ন ডলার’ এবং দেশটিতে ইউরোপের সবচেয়ে বড় টাইটানিয়াম ও ইউরেনিয়ামের মজুদ রয়েছে।

তিনি বলেন, ইউক্রেনের জন্য এটি সংরক্ষণ ‘'অত্যন্ত গুরুত্বপূর্ণ’। কারণ এই সম্পদ ‘'নিরাপত্তার গ্যারান্টি’ হিসেবে কাজ করে। পাশাপাশি এগুলো রাশিয়ার হাতে যাওয়া ঠেকানোও তার লক্ষ্য।

ট্রাম্পের এ প্রস্তাব নিয়ে সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ।

শোলৎজ শনিবার আরএনডি মিডিয়া গ্রুপকে বলেন, ‘আমরা ইউক্রেনকে বিনিময়ে কিছু চাওয়া ছাড়াই সাহায্য করছি। এটি সবার অবস্থান হওয়া উচিত।'

শুক্রবার ট্রাম্প জানান, তিনি আগামী সপ্তাহে ইউক্রেনের বাইরে কোনো স্থানে জেলেনস্কির সঙ্গে ‘সম্ভবত’ সাক্ষাৎ করবেন।

জেলেনস্কি শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র ‘বৈঠক ও আলোচনার পরিকল্পনা করছে’ এবং ‘বিস্তারিত চূড়ান্ত করা হচ্ছে’। তবে পরের সপ্তাহে বৈঠক হবে কি না, তা নিশ্চিত করেননি।

ট্রাম্প কিয়েভ ও মস্কোকে যুদ্ধ অবসানের জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিন বছর ধরে চলা সংঘাতে রাশিয়া ধীরে ধীরেপূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, তিনি জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারণ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০