
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : হামাস কর্তৃক ২০২৩ সালের অক্টোবর মাসে অপহৃত তিন জনের লাশ শনাক্ত করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর সোমবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, আইডিএফ (সামরিক বাহিনীর) প্রতিনিধিরা অভিযানে নিহত জিম্মিদের পরিবারকে জানিয়েছেন যে তাদের প্রিয়জনদের ইসরাইলে ফিরিয়ে আনা হয়েছে এবং তাদেরকে শনাক্ত করা হয়েছে।’
শনাক্ত করা লাশগুলো হলো আমেরিকান-ইসরাইলি ক্যাপ্টেন ওমের নেউট্রা, কর্পোরাল ওজ ড্যানিয়েল, ও কর্নেল আসাফ হামামি। অপহরণের সময় ওমেরের বয়স ছিল ২১ বছর, ড্যানিয়েলের বয়স ছিল ১৯ বছর ও হামামির বয়স ছিল ৪০ বছর।
হামামি হামাসের হাতে নিহত সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।