গাজা থেকে মুক্ত থাইল্যান্ডের ৫ জিম্মি ব্যাংককে পৌঁছেছেন 

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ আপডেট: : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৫

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : এক বছরেরও বেশি সময় ধরে গাজায় জিম্মি থাকার পর মুক্তি পাওয়া পাঁচ থাই খামার শ্রমিক রোববার ব্যাংককে পৌঁছেছেন। এসময় বিমানবন্দরে অপেক্ষা করতে থাকা তাদের প্রিয়জনদের জড়িয়ে ধরে এবং আনন্দে কেউ কেউ কেঁদে ফেলেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩০ জানুয়ারি মুক্তি পাওয়ার পর, ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আগমন কক্ষে প্রবেশ করার সময় পাঁচ থাই নাগরিক হাসছিলেন।

মুক্তি পাওয়া পাঁচ জন হলেন-ওয়াচারা শ্রীয়াউন, পংসাক তান্না, সাথিয়ান সুয়ান্নাখাম, সুরাসাক লামনাউ এবং বান্নাওয়াত সায়থাও। তারা রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাদের সাথে আনন্দিত আত্মীয়স্বজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। 

সোম্বুন এএফপিকে বলেন, তিনি খুব খুশি এবং তার পরিবার তার ছেলে বান্নাওয়াতকে ঐতিহ্যবাহী থাই অনুষ্ঠানের মাধ্যমে বাড়িতে স্বাগত জানাবে। আমি তাকে আবার বাড়ি থেকে দূরে রাখতে চাই না। 

তিনি আরো বলেন, অপহরণের নয় মাস আগে তার ছেলে পরিবারের জন্য আরো ভালো আয়ের সন্ধানে ইসরাইলে যান।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যখন ইসরাইলে আক্রমণ করে। তখন ৩১ জন থাই নাগরিককে অপহরণ করা হয়। যার মধ্যে ২৩ জনকে সেই বছরের শেষ নাগাদ মুক্তি দেওয়া হয় এবং মে মাসে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। 

একজন থাই নাগরিক এখনও গাজায় জীবিত বলে ধারণা করা হচ্ছে। গত মাসে দক্ষিণ গাজার খান ইউনিসে পাঁচজন জিম্মিকে হস্তান্তরের সময় বিশৃঙ্খলা দেখা যায় । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০