গাজা থেকে মুক্ত থাইল্যান্ডের ৫ জিম্মি ব্যাংককে পৌঁছেছেন 

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ আপডেট: : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৫

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : এক বছরেরও বেশি সময় ধরে গাজায় জিম্মি থাকার পর মুক্তি পাওয়া পাঁচ থাই খামার শ্রমিক রোববার ব্যাংককে পৌঁছেছেন। এসময় বিমানবন্দরে অপেক্ষা করতে থাকা তাদের প্রিয়জনদের জড়িয়ে ধরে এবং আনন্দে কেউ কেউ কেঁদে ফেলেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩০ জানুয়ারি মুক্তি পাওয়ার পর, ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আগমন কক্ষে প্রবেশ করার সময় পাঁচ থাই নাগরিক হাসছিলেন।

মুক্তি পাওয়া পাঁচ জন হলেন-ওয়াচারা শ্রীয়াউন, পংসাক তান্না, সাথিয়ান সুয়ান্নাখাম, সুরাসাক লামনাউ এবং বান্নাওয়াত সায়থাও। তারা রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাদের সাথে আনন্দিত আত্মীয়স্বজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। 

সোম্বুন এএফপিকে বলেন, তিনি খুব খুশি এবং তার পরিবার তার ছেলে বান্নাওয়াতকে ঐতিহ্যবাহী থাই অনুষ্ঠানের মাধ্যমে বাড়িতে স্বাগত জানাবে। আমি তাকে আবার বাড়ি থেকে দূরে রাখতে চাই না। 

তিনি আরো বলেন, অপহরণের নয় মাস আগে তার ছেলে পরিবারের জন্য আরো ভালো আয়ের সন্ধানে ইসরাইলে যান।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যখন ইসরাইলে আক্রমণ করে। তখন ৩১ জন থাই নাগরিককে অপহরণ করা হয়। যার মধ্যে ২৩ জনকে সেই বছরের শেষ নাগাদ মুক্তি দেওয়া হয় এবং মে মাসে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। 

একজন থাই নাগরিক এখনও গাজায় জীবিত বলে ধারণা করা হচ্ছে। গত মাসে দক্ষিণ গাজার খান ইউনিসে পাঁচজন জিম্মিকে হস্তান্তরের সময় বিশৃঙ্খলা দেখা যায় । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
১০