মেক্সিকোতে বাস ও ট্রাকের সংঘর্ষে অনেকে নিহত

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৬

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ মেক্সিকোতে একটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সরকারিভাবে নিহতের সংখ্যা জানায়নি।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার সকালে এসকারসেগা শহরে এই দুর্ঘটনা ঘটে। ক্যানকুন এবং তাবাসকো রাজ্যের মধ্যে ভ্রমণকারী একটি বাস ও একটি ট্রাকের সাথে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে জানায়। বাসটিতে আগুনে পুড়ে যাওয়ার ছবি দেখানো হয়েছে। 

ক্যাম্পেচে রাজ্যের সরকারী সচিব এলিসা হার্নান্দেজ বলেন, আমাদের কাছে নিহতদের সঠিক সংখ্যা এখনো  নেই।

টাবাসকো রাজ্যের গভর্নর জাভিয়ের মে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এক্স- এ এক বার্তায় বলেন, আজ সকালে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।

তিনি আরো বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ফেডারেল এবং ক্যাম্পেচ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছি। 

টাবাসকো রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, তারা ক্যাম্পেচের কর্তৃপক্ষ এবং ফরেনসিক বিজ্ঞান অধিদপ্তরের সাথে ভুক্তভোগীদের সনাক্তকরণ সহজতর করার জন্য জেনেটিক পরীক্ষা চালানোর জন্য কাজ করছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

এক বিবৃতিতে বাসটির পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, তারা তদন্তে কর্তৃপক্ষের সাথেও সহযোগিতা করছে। আমরা খুব প্রিয় সহকর্মীদের পাশাপাশি ক্লায়েন্ট এবং বন্ধুদেরও হারিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
১০