গাজা ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে মিসরের পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯

ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : গাজার ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি রোববার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি শীর্ষ মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি কংগ্রেস সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

কায়রো খেকে এএফপি জানায়, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আবদেলাত্তির এ সফরের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা।

এর আগে, মিসর ঘোষণা দেয় যে, ফিলিস্তিন ইস্যুর সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ২৭ ফেব্রুয়ারি একটি ‘জরুরি আরব সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

মিসর ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে। শুক্রবার আবদেলাত্তি জর্দান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন, যাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নেওয়া যায়।

এক আলাদা বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আরব দেশগুলোর সঙ্গে শীর্ষ পর্যায়ের আলোচনা শেষে কায়রো জরুরি আঞ্চলিক বৈঠকের উদ্যোগ নিয়েছে। ফিলিস্তিনের অনুরোধেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এর আগে, ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে রেখে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের ধারণা দেন, যেখানে ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে পুনর্বাসনের কথা বলা হয়।

এই পরিকল্পনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আরব দেশগুলো একযোগে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
১০