মার্কিন সরকারে 'শত শত বিলিয়ন ডলার দুর্নীতি' খুঁজতে ইলন মাস্কে ভরসা ট্রাম্পের

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭ আপডেট: : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক মার্কিন সরকারি সংস্থাগুলোতে ‘শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি’ খুঁজে বের করতে সহায়তা করবেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায, রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমেরিকান জনগণ চান তিনি সরকারি খরচের অপচয় রোধ করুন এবং এই কাজে টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্ক ‘দারুণ সহায়তা’ করছেন।

ট্রাম্প বলেন, ‘আমরা শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি ও অপব্যবহার খুঁজে বের করব। জনগণ আমাকে এই কাজের জন্যই নির্বাচিত করেছে।’

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন সপ্তাহের মধ্যে ট্রাম্প একাধিক নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি ব্যয় হ্রাসের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে তিনি মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডগে) নামে একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

এরই মধ্যে মাস্ক মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বন্ধের পদক্ষেপ নিয়েছেন, যার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। তবে আদালত সাময়িকভাবে এই ছাঁটাই আদেশ স্থগিত করেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মাস্ককে শিক্ষা মন্ত্রণালয়ে খরচ কমানোর দায়িত্ব দেওয়া হবে এবং এরপর প্রতিরক্ষা খাতেও ব্যয় পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, ‘এরপর আমি সামরিক খাতের দিকে যাব। পেন্টাগনের ২০২৫ সালের বাজেট ৮৫০ বিলিয়ন ডলার, সেটিও খতিয়ে দেখা হবে।’

তবে মাস্কের এই ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে, কেননা, তার কোম্পানিগুলো মার্কিন সরকারের কাছ থেকে ২০ বিলিয়ন ডলারের বেশি চুক্তি পেয়েছে।

মাস্কের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প বলেন, ‘তিনি এতে কোনো লাভবান হচ্ছেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের দাফন সম্পন্ন
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
চট্টগ্রামে আগামীকাল শুরু হচ্ছে স্তন ক্যানসার প্রশিক্ষণ 
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
ফরিদপুরে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্বর্ণপদকপ্রাপ্ত উদ্ভাবক জিহাদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
রুশ হামলায় ইউক্রেনের ওডেসা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট
বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন আলজেরিয়ার মাহরেজ
প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণে রাষ্ট্রকে তার অংশীদার বানাব : তারেক রহমান
১০