বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

মার্কিন ট্রেজারিকে নতুন পেনি উৎপাদন বন্ধের নির্দেশ ট্রাম্পের

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন যে, তিনি ট্রেজারি বিভাগকে নতুন পেনি কয়েন উৎপাদন বন্ধ করতে বলেছেন। তিনি এই পদক্ষেপকে সরকারি ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে উপস্থাপন করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, 'অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র পেনি উৎপাদন করছে, যার খরচ প্রতি কয়েনের জন্য ২ সেন্টের বেশি! এটি চরম অপচয়!'

তিনি আরও বলেন, 'আমি আমার অর্থমন্ত্রীকে নতুন পেনি উৎপাদন বন্ধ করতে বলেছি। আমাদের মহান দেশের বাজেট থেকে অপচয় দূর করতে হবে, তা যদি এক পেনি করেও হয়!'

ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (ডগে) নামক ব্যয় সংকোচন প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটি জানুয়ারিতে এক পোস্টে পেনির উৎপাদন খরচের বিষয়টি তুলে ধরে।

মার্কিন কংগ্রেসে পেনি উৎপাদন বন্ধের বিষয়ে আগেও কয়েকবার প্রস্তাব উঠলেও তা পাস হয়নি।

অর্থনীতিবিদ রবার্ট ট্রায়েস্ট জানুয়ারিতে লিখেছিলেন, ট্রাম্পের এই আদেশ কার্যকর করতে আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন হতে পারে, তবে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চাইলে একক সিদ্ধান্তেও নতুন পেনি উৎপাদন বন্ধ করতে পারেন।

যদি পেনি বাদ দেওয়া হয়, তাহলে বাজারের পণ্য ও সেবার দাম ৫ সেন্টের কাছাকাছি মানে গড়াতে পারে, বলে ধারণা করছেন ট্রায়েস্ট।

উল্লেখ্য, কানাডা ২০১২ সালে পেনি বাদ দেওয়ার ঘোষণা দেয়, কারণ প্রতি পেনির উৎপাদন খরচ ছিল ১.৬ সেন্ট এবং মূল্যস্ফীতির কারণে এর ক্রয়ক্ষমতা কমছিল।

ট্রাম্প প্রশাসন সরকারি বাজেট কমানোর উদ্যোগে গুরুত্ব দিচ্ছে, যেখানে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডগে টিম সরকারি ব্যয় খতিয়ে দেখছে।

তবে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ— যেমন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)'র কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত— আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ডেমোক্র্যাট ও শ্রমিক ইউনিয়নগুলো আদালতে এসব সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।