ফিলিস্তিনিদের ফেরার অধিকার নেই ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনায়

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুনর্গঠনের জন্য তার পরিকল্পনায় ফিলিস্তিনিদের ফেরার কোনো অধিকার থাকবে না।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সোমবার ফক্স নিউজ চ্যানেলের ব্রেট বাইয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশিত হলে ট্রাম্পের এই বক্তব্য সামনে আসে। 

এতে তিনি বলেন, ‘আমি এটি নিজের পরিকল্পনা হিসেবে দেখছি’, যেখানে গাজার বাইরে ফিলিস্তিনিদের জন্য ছয়টি নতুন আবাসন স্থাপন করা হতে পারে।

বাইয়ার ‘এই পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে পারবে কি না’ জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, ‘না, তারা ফিরে যেতে পারবে না, কারণ আমরা তাদের জন্য আরও উন্নত আবাসনের ব্যবস্থা করব।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে চাই, কারণ যদি তারা এখন ফিরে যায়, তাহলে বছরের পর বছর অপেক্ষা করলেও সেটি বসবাসের উপযোগী হবে না।’

মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনা প্রকাশ করেন, যা ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়া উচিত এবং মিশর ও জর্ডানকে তাদের গ্রহণ করতে হবে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাদের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তুলব। এটি হতে পারে পাঁচ-ছয়টি, কিংবা দুইটি, তবে বর্তমান যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে কিছুটা দূরে।’

তিনি আরও বলেন, ‘এটি আমি নিজের পরিকল্পনা হিসেবে দেখছি। একে ভবিষ্যতের জন্য একটি রিয়েল এস্টেট প্রকল্প হিসেবে ভাবতে পারেন। এটি হবে চমৎকার এক ভূমি, যেখানে বিশাল অর্থ ব্যয়েরও প্রয়োজন হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মধুমাস জ্যৈষ্ঠে রসালো ফলে ছেয়ে গেছে বাজার
আগামীতে নতুন পরিবর্তনের সূচনা হবে: নজরুল ইসলাম খান
দুইটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি 
চলতি বছরের মধ্যে রাজধানীর ২২০ কিলোমিটার খাল খনন করা হবে : ডিএনসিসি প্রশাসক
১০২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৬৬২ জন
গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র চলছে: এ্যানী
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
দুই ম্যাচ হাতে রেখেই লা-লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
শিশুর শারীরিক গঠন ও সুরক্ষায় মায়ের দুধের বিকল্প নেই
১০