ফিলিস্তিনিদের ফেরার অধিকার নেই ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনায়

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুনর্গঠনের জন্য তার পরিকল্পনায় ফিলিস্তিনিদের ফেরার কোনো অধিকার থাকবে না।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সোমবার ফক্স নিউজ চ্যানেলের ব্রেট বাইয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশিত হলে ট্রাম্পের এই বক্তব্য সামনে আসে। 

এতে তিনি বলেন, ‘আমি এটি নিজের পরিকল্পনা হিসেবে দেখছি’, যেখানে গাজার বাইরে ফিলিস্তিনিদের জন্য ছয়টি নতুন আবাসন স্থাপন করা হতে পারে।

বাইয়ার ‘এই পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে পারবে কি না’ জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, ‘না, তারা ফিরে যেতে পারবে না, কারণ আমরা তাদের জন্য আরও উন্নত আবাসনের ব্যবস্থা করব।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে চাই, কারণ যদি তারা এখন ফিরে যায়, তাহলে বছরের পর বছর অপেক্ষা করলেও সেটি বসবাসের উপযোগী হবে না।’

মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনা প্রকাশ করেন, যা ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়া উচিত এবং মিশর ও জর্ডানকে তাদের গ্রহণ করতে হবে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাদের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তুলব। এটি হতে পারে পাঁচ-ছয়টি, কিংবা দুইটি, তবে বর্তমান যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে কিছুটা দূরে।’

তিনি আরও বলেন, ‘এটি আমি নিজের পরিকল্পনা হিসেবে দেখছি। একে ভবিষ্যতের জন্য একটি রিয়েল এস্টেট প্রকল্প হিসেবে ভাবতে পারেন। এটি হবে চমৎকার এক ভূমি, যেখানে বিশাল অর্থ ব্যয়েরও প্রয়োজন হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০