এআই আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন: সুন্দর পিচাই

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৪

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস : গুগলের প্রধান সুন্দর পিচাই সোমবার প্যারিসে এক বৈশ্বিক এআই সম্মেলনে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হলো 'প্রযুক্তির মৌলিক পুনর্গঠন', যা মানব সৃজনশীলতার গতি বাড়াতে একটি 'অনুঘটক' হিসেবে কাজ করবে।

প্যারিস থেকে এএফপি জানায়, পিচাই তার বক্তব্যে বলেন, 'আমরা এখনও এআই প্ল্যাটফর্ম পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছি, কিন্তু আমরা জানি যে এটি আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে।'

গুগল প্রধান এআই প্রযুক্তির কিছু প্রাথমিক প্রয়োগের কথা উল্লেখ করেন, যেমন স্যাটেলাইট চিত্রে বন্যার আগমন শনাক্ত করা এবং ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউট কিউরি'র সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করেন, যা ক্যান্সারের শনাক্তকরণ এবং চিকিৎসায় সহায়ক হবে।

গুগলের ডিপমাইন্ড এআই গবেষণা ল্যাবের প্রধান ডেমিস হাসাবিসও এআই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন, 'উপকরণ বিজ্ঞান, গাণিতিক, একত্রীকরণ—প্রায় সব ধরনের বিজ্ঞান এই এআই টুলস থেকে উপকৃত হবে।'

পিচাই এই মাসে ঘোষণা করেছিলেন যে, গুগল এই বছর ৭৫ বিলিয়ন মূল্যের মূলধন বিনিয়োগ করবে, যার বেশিরভাগই হবে এআই প্রযুক্তিতে।

তিনি আরও বলেন, 'এআই-এর মাধ্যমে, আমাদের কাছে এই নতুন প্রযুক্তি থেকে শুরু থেকেই সবাইকে সমানভাবে উপকৃত করার এবং ডিজিটাল বিভাজন যেন কখনও এআই বিভাজনে পরিণত না হয় তা নিশ্চিত করার সুযোগ রয়েছে।'

পিচাই বলেন, 'প্রতিটি প্রজন্ম চিন্তা করে যে নতুন প্রযুক্তি পরবর্তী প্রজন্মের জীবনকে খারাপ করে দেবে—তবে প্রায়শই এর বিপরীত ঘটে।'

এআই-এর বর্তমান প্রভাব নিয়ে উদ্বেগ কমাতে তিনি বলেন, 'আমরা যেন বর্তমানের পক্ষ থেকে ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি না করি। আমাদের হাতে একটি এক প্রজন্মের সুযোগ রয়েছে, যা এআই-এর মাধ্যমে জীবনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেললাইন সংলগ্ন এলাকায় হাট বসানো যাবে না
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
কাল একই দিনে পুনরায় শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করতে হবে: ডা. শফিকুর রহমান
পটুয়াখালীতে কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ
ইসলামাবাদে যুক্তরাজ্য ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
রাজধানীর ১৯টি কোরবানির পশুর হাটে থাকছে সর্বোচ্চ নিরাপত্তা
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
অর্থনীতির ধীরগতির কারণে আবারও মূল সুদহার কমালো মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক
১০