এআই আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন: সুন্দর পিচাই

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৪

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস : গুগলের প্রধান সুন্দর পিচাই সোমবার প্যারিসে এক বৈশ্বিক এআই সম্মেলনে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হলো 'প্রযুক্তির মৌলিক পুনর্গঠন', যা মানব সৃজনশীলতার গতি বাড়াতে একটি 'অনুঘটক' হিসেবে কাজ করবে।

প্যারিস থেকে এএফপি জানায়, পিচাই তার বক্তব্যে বলেন, 'আমরা এখনও এআই প্ল্যাটফর্ম পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছি, কিন্তু আমরা জানি যে এটি আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে।'

গুগল প্রধান এআই প্রযুক্তির কিছু প্রাথমিক প্রয়োগের কথা উল্লেখ করেন, যেমন স্যাটেলাইট চিত্রে বন্যার আগমন শনাক্ত করা এবং ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউট কিউরি'র সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করেন, যা ক্যান্সারের শনাক্তকরণ এবং চিকিৎসায় সহায়ক হবে।

গুগলের ডিপমাইন্ড এআই গবেষণা ল্যাবের প্রধান ডেমিস হাসাবিসও এআই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন, 'উপকরণ বিজ্ঞান, গাণিতিক, একত্রীকরণ—প্রায় সব ধরনের বিজ্ঞান এই এআই টুলস থেকে উপকৃত হবে।'

পিচাই এই মাসে ঘোষণা করেছিলেন যে, গুগল এই বছর ৭৫ বিলিয়ন মূল্যের মূলধন বিনিয়োগ করবে, যার বেশিরভাগই হবে এআই প্রযুক্তিতে।

তিনি আরও বলেন, 'এআই-এর মাধ্যমে, আমাদের কাছে এই নতুন প্রযুক্তি থেকে শুরু থেকেই সবাইকে সমানভাবে উপকৃত করার এবং ডিজিটাল বিভাজন যেন কখনও এআই বিভাজনে পরিণত না হয় তা নিশ্চিত করার সুযোগ রয়েছে।'

পিচাই বলেন, 'প্রতিটি প্রজন্ম চিন্তা করে যে নতুন প্রযুক্তি পরবর্তী প্রজন্মের জীবনকে খারাপ করে দেবে—তবে প্রায়শই এর বিপরীত ঘটে।'

এআই-এর বর্তমান প্রভাব নিয়ে উদ্বেগ কমাতে তিনি বলেন, 'আমরা যেন বর্তমানের পক্ষ থেকে ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি না করি। আমাদের হাতে একটি এক প্রজন্মের সুযোগ রয়েছে, যা এআই-এর মাধ্যমে জীবনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০