রুশ হামলার জেরে জরুরি বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ ইউক্রেনের

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২

কিয়েভ, ইউক্রেন, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইউক্রেনের জ্বালানিমন্ত্রী মঙ্গলবার দেশটির জ্বালানি স্থাপনার উপর রাশিয়ার আক্রমণ চলছে উল্লেখ করে জরুরি বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ কার্যকর করার ঘোষণা দিয়েছেন।  

জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আজ সকাল পর্যন্ত জ্বালানি খাত আক্রমণের আশঙ্কায় রয়েছে।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ স্থাপনায় হামলার আশঙ্কা এড়াতে জরুরি সরবরাহ ব্যবস্থায় বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে।'

তিনি আরও বলেন, গ্যাস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ আরও তথ্য সরবরাহ করবে।

মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর কয়েক মাস ধরে বোমা হামলা চালিয়েছে, তবে মস্কো দাবি করেছে যে কিয়েভের সামরিক বাহিনীকে সহায়তা করে এমন বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

অপরদিকে মস্কো অভিযোগ করেছে যে রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়েছে এবং তারা মার্কিন ও ব্রিটেনের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখন্ডে ব্যাপক হামলা চালিয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রত্যাশিত আলোচনার আগে উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে আধিপত্য নিশ্চিত করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০