রুশ হামলার জেরে জরুরি বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ ইউক্রেনের

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২

কিয়েভ, ইউক্রেন, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইউক্রেনের জ্বালানিমন্ত্রী মঙ্গলবার দেশটির জ্বালানি স্থাপনার উপর রাশিয়ার আক্রমণ চলছে উল্লেখ করে জরুরি বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ কার্যকর করার ঘোষণা দিয়েছেন।  

জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আজ সকাল পর্যন্ত জ্বালানি খাত আক্রমণের আশঙ্কায় রয়েছে।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ স্থাপনায় হামলার আশঙ্কা এড়াতে জরুরি সরবরাহ ব্যবস্থায় বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে।'

তিনি আরও বলেন, গ্যাস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ আরও তথ্য সরবরাহ করবে।

মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর কয়েক মাস ধরে বোমা হামলা চালিয়েছে, তবে মস্কো দাবি করেছে যে কিয়েভের সামরিক বাহিনীকে সহায়তা করে এমন বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

অপরদিকে মস্কো অভিযোগ করেছে যে রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়েছে এবং তারা মার্কিন ও ব্রিটেনের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখন্ডে ব্যাপক হামলা চালিয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রত্যাশিত আলোচনার আগে উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে আধিপত্য নিশ্চিত করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১০২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৬৬২ জন
গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র চলছে: এ্যানী
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
দুই ম্যাচ হাতে রেখেই লা-লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
শিশুর শারীরিক গঠন ও সুরক্ষায় মায়ের দুধের বিকল্প নেই
কাল আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
কুবিতে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত ৮ লাখ ৬১ হাজার পশু 
এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ আজ: নাহিদ ইসলাম
১০