প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রী নির্বাচিত

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : এক ভয়াবহ ভূমিকম্পের দুই মাসেরও কম সময় পর প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর পার্লামেন্টে মঙ্গলবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জোথাম নাপাটকে সেদেশের  প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

সিডনি থেকে এএফপি জানায়, রাজনীতিতে প্রবেশের আগে দুর্যোগ ব্যবস্থাপনার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন জোথাম নাপাট। কার্যধারার সরাসরি সম্প্রচারে দেখা গেছে, পার্লামেন্টের ৫২ জন সদস্যের মধ্যে ৫০ জন প্রধানমন্ত্রী হিসেবে নাপাটকে সমর্থন দেন। দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

জানুয়ারির নির্বাচনে তার লিডার্স পার্টি অফ ভানুয়াতু ৯টি আসন জয় লাভ করে। যা অন্য যেকোনো দলের তুলনায় বেশি। পরে ৫২ বছর বয়সী এই ব্যক্তিকে শীর্ষ পদ গ্রহণের জন্য সমর্থন দেওয়া হয়।

২০২২-২০২৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি স্থানীয় গণমাধ্যমকে চীনের সাথে ‘দৃঢ় কূটনৈতিক সম্পর্ক’ প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে তিনি বলেন, দুই দেশ নিরাপত্তা বিষয়ে আলোচনা করে না।

প্রায় ৩ লাখ ৩০ হাজার জনসংখ্যার ভানুয়াতুর সাথে অস্ট্রেলিয়ার দৃঢ় সম্পর্ক রয়েছে। দ্বীপপুঞ্জের বৃহত্তম একক সাহায্য দাতা এবং শক্তিশালী নিরাপত্তা অংশীদার হিসেবে তার ভূমিকা তুলে ধরে অস্ট্রেলিয়া।

সংসদের ওয়েবসাইটে দেখা যায়, ন্যাপাট তার কর্মজীবনের শুরুতে একজন ওয়েদার ফোরকাস্টার ছিলেন, পরে তিনি এয়ার ভানুয়াতুর চেয়ারম্যান এবং দেশের জাতীয় দুর্যোগ কমিটির প্রধানসহ একাধিক শীর্ষ পদে অধিষ্ঠিত হন।

২০১৬ সালে সংসদে প্রবেশের পর, তিনি উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ ভূমিকা পালন করেন।

ডিসেম্বরে দেশটিতে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ১৪ জনের প্রাণহানি হয়, রাস্তাঘাট ভেঙে পড়ে এবং রাজধানী পোর্ট ভিলায় ভবন ধসে পড়ে। ভয়াবহ ওই ভূমিকম্পের কারণে জানুয়ারির সাধারণ নির্বাচনের তারিখ দুই দিনের জন্য স্থগিত করা হয়।

নভেম্বরে ভানুয়াতুর সংসদ ভেঙে দেওয়া হয়। তার আগে অসন্তুষ্ট এমপিরা তৎকালীন প্রধানমন্ত্রী শার্লট সালওয়াইকে ক্ষমতাচ্যুত করায় অনাস্থা প্রস্তাব আনেন। প্রস্তাবে জাতীয় বিমান সংস্থা এয়ার ভানুয়াতুর ভাগ্যের অবনতি, শিক্ষকদের ধর্মঘট এবং আর্থিক স্বচ্ছতার প্রশ্নসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

সাবেক ব্রিটিশ ও ফরাসি উপনিবেশ ভানুয়াতুতে প্রায়শই এই ধরণের রাজনৈতিক অস্থিরতা থাকায় ১৯৯১ থেকে ২০১৭ সালের মধ্যে দেশটিতে ২০ বার প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়। ২০২৩ সালের শেষের দিকে এক মাসের মধ্যে তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলে এই অস্থিরতা সংকটের পর্যায়ে পৌঁছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০