মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত : কর্মকর্তা 

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। একটি বাস এবং একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষেও উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাজ্যের প্রসিকিউটর জ্যাকসন ভিলাসিস জানান, শনিবার দক্ষিণ-পূর্ব অঞ্চলের রাজ্য ক্যাম্পেচেতে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের ৩৬ জন এবং ট্রাকের দুজন নিহত হয়েছেন।  

ভিলাসিস বলেন, নিহতদের স্বজনরা আরো চারজনের মৃত্যু হয়েছে দাবি করেছেন। কিন্তু এই মৃতদেহ পাওয়া যায়নি। 

সরকারি ভাবে জানানো হয়, ইউকাটান উপদ্বীপে অপর একটি বাস দুর্ঘটনার পর এটিই প্রথম দুর্ঘটনা।

ট্রাক ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। ফলে, উভয়  যানবাহনে আগুন ধরে যায়। উভয় যানবাহনই পুড়ে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। 

সপ্তাহান্তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন নিহত হয়েছে, তবে সরকারি  ভাবে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

দুর্ঘটনায় নয়জন বেঁচে আছেন। 

শনিবার বাসটি তাবাসকো রাজ্য থেকে ছেড়ে ক্যারিবিয়ান সমুদ্র সৈকত অবকাশ নগরী কানকুনের দিকে যাচ্ছিল। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ট্রাক এবং বাসটি আগুনে পুড়ে যাচ্ছে এবং লোকজন সাহায্যের জন্য চিৎকার করছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার গুয়াতেমালায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় ৫৪ জন মারা যায়। একটি বাস গার্ড রেলিং ভেঙে খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০